RBI on 1000 Rupee Note: আবার কি ফিরবে ১০০০ এর নোট?

RBI on 1000 Rupee Note: আবার কি ফিরবে ১০০০ এর নোট?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 17, 2023 | 6:06 PM

আরবিআই ২০০০ টাকার নোট তুলে নেওয়ার কথা জানায় ১৯ মে। অনেকেই মনে করছিলেন হয়ত ১০০০ টাকার নোট আবার ফিরে আসবে। আরবিআই জানিয়েছে, ১০০০ টাকার নোট ফিরিয়ে আনা হবে না।

আরবিআই ২০০০ টাকার নোট তুলে নেওয়ার কথা জানায় ১৯ মে। অনেকেই মনে করছিলেন হয়ত ১০০০ টাকার নোট আবার ফিরে আসবে। কেউ কেউ ভেবেছেন ৫০০ টাকার নোটও তুলে নেওয়া হবে বাজার থেকে। আরবিআই জানিয়েছে, ১০০০ টাকার নোট ফিরিয়ে আনা হবে না। বাজার থেকে ৫০০ টাকার নোট তুলে নেওয়াও হবে না। মনে করা হচ্ছে এখনই ব্যাঙ্কে ৫০% চালু ২০০০ টাকার ফিরে এসেছে। ২০০০ টাকার নোট জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এখনই ব্যাঙ্কে চলে এসেছে প্রায় ২ লক্ষ কোটি টাকার ২০০০ টাকার নোট। ৮৫% গ্রাহকরা ২০০০ টাকার নোট জমা দিয়েছেন ব্যাঙ্কে। ২০০০ টাকার নোট জমা দেওয়ার জন্য আতঙ্কিত হবে না। ২০০০ টাকার নোটের প্রয়োজন শেষ হয়েছে বলেই তুলে নেওয়া হচ্ছে। এই নোটের আয়ু ছিল সর্বোচ্চ ৬ বছর। রোজের লেনদেনের জন্য এই নোট খুব একটা কাজে লাগে না।

Published on: Jun 17, 2023 05:42 PM