Bhagirathi River News: ভাগীরথীতে ওটা কী ভাসছে?

Bhagirathi River News: ভাগীরথীতে ওটা কী ভাসছে?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 28, 2023 | 5:45 PM

ভাগীরথী নদীতে কলার ভেলাই মানুষ ভাসছে ভেবে এই আতঙ্কে চাঞ্চল্য। যা দেখতে কয়েকশো মানুষের ভিড় নদীর পাড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। ঘটনাটি এদিন নদীয়ার শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাটের। নদীতে স্নান করতে যাওয়া মানুষদের দাবি, হঠাৎই স্নান করতে গিয়ে দেখে একটি কলার ভেলা সুসজ্জায় সাজানো রয়েছে, টাঙানো রয়েছে মশারি।

ভাগীরথী নদীতে কলার ভেলাই মানুষ ভাসছে ভেবে এই আতঙ্কে চাঞ্চল্য। যা দেখতে কয়েকশো মানুষের ভিড় নদীর পাড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। ঘটনাটি এদিন নদীয়ার শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাটের। নদীতে স্নান করতে যাওয়া মানুষদের দাবি, হঠাৎই স্নান করতে গিয়ে দেখে একটি কলার ভেলা সুসজ্জায় সাজানো রয়েছে, টাঙানো রয়েছে মশারি। ভেতরে রয়েছে দুটি পুতুল, যা অবিকল মানুষের চেহারার মত, দেখতেই আতঙ্ক সৃষ্টি হয় নদীতে স্নান করতে যাওয়া মানুষদের মধ্যে। খবর পেতেই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ এরপর পুলিশেরও চক্ষু চরক গাছ হয়ে যায়। একাংশ মানুষের দাবি, শ্রাবণ মাস ও ভাদ্র মাসে মনসা পূজো হয় আর কোথাও হয়তো মনসা পূজো উপলক্ষে ঝাপান গান হওয়ার পরে বেহুলা লক্ষিন্দর কে সাজিয়ে কলার ভেলায় করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। তবে প্রথমে নদীতে ওইভাবে ভাসতে দেখতে পেয়ে অনেকেরই মাথার ঘুম উড়ে যায়, কারণ এই ধরনের দৃশ্য আজ পর্যন্ত ভাগীরথী নদীতে কখনো দেখা যায়নি। যদিও খবর ছড়াতেই নদীর পাড়ে কাতারে কাতারে মানুষের ভিড় হয়, তবে সুশয্যায় সাজানো এই ধরনের কলার ভেলাটি কোথা থেকে এলো এই নিয়ে কৌতুহল নদী তীরবর্তী এলাকার মানুষের মধ্যে।