Restrictions in Dubai: দুবাইতে এই কাজে হতে পারে জেল

Restrictions in Dubai: দুবাইতে এই কাজে হতে পারে জেল

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 21, 2023 | 2:16 PM

দুবাইতে অনেকেই ঘুরতে যান। দুবাইতে অনেক নিয়ম কানুন আছে। শুভেচ্ছা জানাতে হলে কখন বাঁ হাত ব্যবহার করবেন না। দুবাইতে বাঁ হাত অসম্মানজনক বলে মনে করা হয়। দুবাইতেও ফ্লাশিং,টয়লেট পেপার ব্যবহার করা হয় বাঁ হাত দিয়ে। সবার সামনে ঘনিষ্ঠভাবে হাত ধরাও বিপদ সেই দেশে। চুম্বন এবং আলিঙ্গন করা সেই সমাজে অগ্রহণযোগ্য।

দুবাইতে অনেকেই ঘুরতে যান। দুবাইতে অনেক নিয়ম কানুন আছে। শুভেচ্ছা জানাতে হলে কখন বাঁ হাত ব্যবহার করবেন না। দুবাইতে বাঁ হাত অসম্মানজনক বলে মনে করা হয়। দুবাইতেও ফ্লাশিং,টয়লেট পেপার ব্যবহার করা হয় বাঁ হাত দিয়ে। সবার সামনে ঘনিষ্ঠভাবে হাত ধরাও বিপদ সেই দেশে। চুম্বন এবং আলিঙ্গন করা সেই সমাজে অগ্রহণযোগ্য। দুবাই দেশ খুবই রক্ষণশীল। এই সব কাজ করলে জেল হতে পারে । প্রকাশ্যে নাচ করাও সেখালে ভাল চোখে দেখে হয় না। জনসমক্ষে মহিলাদের শালীন পোশাক পরতে হবে। থিয়েটার,সমুদ্র সৈকত, বাজার,মসজিদে শালীন পোশাক পরতে হবে। সেখানে ছোটো পোশাক পরার নিয়ম নেই। দুবাইয়ে ছবি তুলতে অনুমতি লাগে। অনুমতি ছাড়া ছবি তোলা ঠিক না। ছবি তুলতে ট্যুর গাইডদের কাছ থেকে জেনে নিতে পারেন। দুবাইয়ে কথা বলার সময় অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না। মুসলমানদের খারাপ মন্তব্য করবেন না। অশ্লীল ভাষা ব্যবহার করলে জেল হতে পারে। অনেক ওষুধ আছে যা দুবাইতে ব্যবহার করতে পারবেন না। অ্যান্টি-অ্যাংজাইটি ওষুধ ব্যবহার করতে পারবেন না।