Murshidabad Ganga Erosion: গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী পার্থ ভৌমিক ও সাবিনা ইয়াসমিন
Murshidabad: গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে আরো একবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জে এলেন রাজ্যের জলপথ ও সেচমন্ত্রী পার্থ ভৌমিক। শুক্রবার সামসেরগঞ্জের ধূলিয়ান এসেই নৌকায় করে গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি।
গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে আরো একবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জে এলেন রাজ্যের জলপথ ও সেচমন্ত্রী পার্থ ভৌমিক। শুক্রবার সামসেরগঞ্জের ধূলিয়ান এসেই নৌকায় করে গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। পাশাপাশি পার দেওনাপুর এলাকায় থাকা গঙ্গা তীরবর্তী এলাকার মন্দির পরিদর্শন ও এলাকার ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী পার্থ ভৌমিক। এসময় রাজ্যের সেচমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। উল্লেখ করা যেতে পারে, গত সোমবার সামসেরগঞ্জের গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছিলেন রাজ্যের জলপথ ও সেচমন্ত্রী পার্থ ভৌমিক। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি ভাঙন এলাকা খতিয়ে দেখা এবং একটি সভাতে অংশগ্রহণ করে ভাঙন সমস্যা নিরসনে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি। তারপরেই হঠাৎ করেই ফের একবার সামসেরগঞ্জ এলেন পার্থ ভৌমিক।