Mumbai News: রোবটই পরিষ্কার করছে ম্যানহোল

Mumbai News: রোবটই পরিষ্কার করছে ম্যানহোল

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 22, 2023 | 4:32 PM

মুম্বই জলমগ্ন হয় প্রতি বছরই। ম্যানহোল থেকে বর্জ্য নিকাশির জন্য এবার রোবট ব্যবহার হবে মুম্বইয়ে। মুম্বই পুরসভার উদ্যোগে বেশ কয়েকটি এলাকায় রোবট বসল। রোবট গুলির সঙ্গে আছে স্ক্রিন এবং শক্তিশালী ক্যামেরা।

মুম্বই জলমগ্ন হয় প্রতি বছরই। ম্যানহোল থেকে বর্জ্য নিকাশির জন্য এবার রোবট ব্যবহার হবে মুম্বইয়ে। বৃহমুম্বই পুরসভার উদ্যোগে বেশ কয়েকটি এলাকায় রোবট বসল। শহরের আবর্জনা নালায় পড়ে বন্ধ করে দেয় নালার মুখ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় ফি বছর. রোবট গুলির সঙ্গে আছে স্ক্রিন এবং শক্তিশালী ক্যামেরা। ম্যানহোলে জমে থাকা বর্জ্য কিংবা কোথাও কোনও গ্যাস জমে আছে কিনা দেখাবে এই রোবট। এর ব্যবহারে কমবে পূরকর্মীদের জীবনের ঝুঁকি। স্ক্যাভেঞ্জিং রোবটের দ্বারা নিরাপদে বর্জ্য অপসারণ সম্ভব হবে। মহারাষ্ট্রের ৩৬টি জেলার মধ্যে ১৫টিতে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং মুক্ত। কেন্দ্র সরকারের একটি পরিসংখ্যান বলছে দেশের ৫২০টি জেলা ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং মুক্ত। দেশের ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং মুক্ত হবার পথে সবচেয়ে পিছিয়ে মধ্যপ্রদেশ।