Rahul Gandhi: দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে এবার রাহুল

Rahul Gandhi: দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে এবার রাহুল

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 22, 2023 | 4:02 PM

মোদী পদবি মামলায় দোষী সাব্যস্ত হন রাহুল গান্ধি। ২ বছরের জেল হেফাজতের নির্দেশ দেয় সুরাট আদালত। এর জেরে সাংসদ পদ খারিজ হয় রাহুলের। মা সোনিয়া গান্ধির বাড়ি ছেড়ে এবার একটি বিশেষ বাড়িতে চলেছেন রাহুল। এই বাড়িতেই থাকতেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত।

মোদী পদবি মামলায় দোষী সাব্যস্ত হন রাহুল গান্ধি। ২ বছরের জেল হেফাজতের নির্দেশ দেয় সুরাট আদালত। সেই মামলা গুজরাট হাইকোর্ট হয়ে এখন সুপ্রিম কোর্টে। এর জেরে সাংসদ পদ খারিজ হয় রাহুলের। তুঘলক লেনের সরকারি বাংলো ছেড়ে ১০ জনপথে আসেন রাহুল গান্ধি। মা সোনিয়া গান্ধির বাড়ি ছেড়ে এবার একটি বিশেষ বাড়িতে চলেছেন রাহুল। এই বাড়ি থেকে দেখা যায় হুমায়ুনের সমাধি আর নিজামুদ্দিন আউলিয়া দরগা। ১৫০০ বর্গফুট এই বাড়িতে আছে ৩টি বেডরুম, ১টি ড্রয়িং রুম ও রান্নাঘর। এই বাড়িতেই থাকতেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত। জীবনের শেষদিন পর্যন্ত এই বাড়িতে ছিলেন শিলা দীক্ষিত। নিজামুদ্দিনের পূর্ব বি ২ র এই বাড়িতে শিলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত থাকতেন। তিনি সম্প্রতি অন্যত্র চলে গেছেন তাই এই বাড়িতে চলেছেন রাহুল।