Rohit Sharma in IPL 2023: আইপিএলে মাঠের বাইরে রোহিত?
জোড়া ধাক্কায় বেসামাল মুম্বইয়ের সমস্যা আরও বাড়িয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সব ম্যাচে খেলতে পারবেন না রোহিত শর্মা। রোহিতের বদলে নতুন ক্যাপ্টেন বেছে নিতে হচ্ছে আইপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজিটিকে।
কোটি কোটি টাকার ক্রিকেটার খেলতে না পারলে ফ্র্যাঞ্চাইজির চাপে পড়াটা স্বাভাবিক। অস্ত্রোপচারের জন্য দেড় কোটি টাকায় কেনা অস্ট্রেলিয়ার জোরে বোলার ঝাই রিচার্ডসনও খেলতে পারবেন না।আইপিএলে জসপ্রীত বুমরাকে পাচ্ছে না পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। অস্ত্রোপচারের জন্য আপাতত বাইশ গজ থেকে দূরে তিনি। অস্ত্রোপচারের জন্য দেড় কোটি টাকায় কেনা অস্ট্রেলিয়ার জোরে বোলার ঝাই রিচার্ডসনও খেলতে পারবেন না।
জোড়া ধাক্কায় বেসামাল মুম্বইয়ের সমস্যা আরও বাড়িয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সব ম্যাচে খেলতে পারবেন না রোহিত শর্মা। সিদ্ধান্তের কথা টিম পরিচালন সমিতিকে জানিয়ে দিয়েছেন তিনি। রোহিতের বদলে নতুন ক্যাপ্টেন বেছে নিতে হচ্ছে আইপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজিটিকে। ২০১৩ এ রোহিত গুরুনাথ শর্মার হাতে দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব তুলে দেয় মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে দলকে পাঁচবার চ্যাম্পিয়ন করা রোহিত শর্মার কাঁধে জাতীয় দলের নেতৃত্ব। আইপিএল ফাইনালের এক সপ্তাহ পরই লন্ডনের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ তো রয়েইছে। ঠাসা ক্রীড়াসূচির মধ্যে নিজেকে ফিট রাখাটাই বড় চ্যালেঞ্জ। রোহিত ভীষণ চোটপ্রবণ। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের কবলে পড়ার অতীত রেকর্ড রয়েছে তাঁর। তাই আইপিএলের সময় জাতীয় দলের বাকি ক্রিকেটারদের মতোই ক্যাপ্টেনের ওয়ার্কলোডের দিকে চোখ থাকবে বিসিসিআইয়ের। তাই আইপিএলে সব ম্যাচে খেলার সিদ্ধান্ত থেকে বিরত থাকছেন রোহিত । মুম্বইয়ের হয়ে বেছে বেছে ম্যাচ খেলবেন রোহিত।
তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। নিজে না খেললেও দলের সঙ্গে ট্রাভেল করবেন রোহিত। ডাগ আউট থেকে সূর্যকে গাইড করবেন। জাতীয় দলের স্বার্থে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজিকে ক্যাপ্টেনের সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া উপায় নেই ।