Sunrisers Hyderabad: পাল্টে যাওয়া হায়দরাবাদে সূর্যোদয় এবার?
আইপিএলের মিনি অকশনে দল সাজিয়ে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। নিলামে পুরো খোলনলচে বদলে ফেলেছে সানরাইজার্স। এ বার কি সূর্যোদয় হবে?
আইপিএলের মিনি অকশনে দল সাজিয়ে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। নিলামে পুরো খোলনলচে বদলে ফেলেছে সানরাইজার্স। এ বার কি সূর্যোদয় হবে? ভাল দল গড়লেই হবে না, মাঠে নেমে পারফরম্য়ান্সও জরুরী । এই দলের ডার্ক হর্স হওয়ার মতো সবরকম রসদই মজুত রয়েছে। প্রথম ম্যাচে বেশ কয়েকজন ক্রিকেটারকে পাওয়া যাবে না। সঠিক কম্বিনেশন তৈরি করা কিংবা একটা সেট টিম তৈরি করার ক্ষেত্রে কিছুটা সময়ও লাগবে তাদের। এক নজরে দেখে নেওয়া যাক সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াড। অধিনায়ক এডেন মার্করাম, অভিষেক শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠি, হ্য়ারি ব্রুক, আব্দুল সামাদ,অনমোলপ্রীত সিং, গ্লেন ফিলিপ্স, হেনরিখ ক্লাসেন, উপেন্দ্র যাদব, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, বিভ্রান্ত শর্মা, সনবীর সিং, সামর্থ ব্যস, মায়াঙ্ক ডাগার, আদিল রশিদ, মায়াঙ্ক মারকান্ডে, আকিল হোসেন, ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, কার্তিক ত্যাগি, উমরান মালিক, টি নটরাজন ও ফজলহক ফারুকি। এবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্য়াচ ২ এপ্রিল। প্রথম ম্য়াচে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের পাওয়া যাবে না। এই ম্য়াচে নেতৃত্ব দিতে পারেন মায়াঙ্ক আগরওয়াল। সানরাইজার্সের অধিনায়ক এডেন মার্করাম, মার্কো জানসেন এবং হেনরিখ ক্লাসেনকে ৩ এপ্রিল থেকে পাওয়া যেতে পারে। প্লেয়ার রিটেনশনের সময়ই কেন উইলিয়ামসনকে ছেড়ে দেয় সানরাইজার্স। মায়াঙ্ক আগরওয়ালকে বিশাল অর্থে নেয় তারা। সিএসএ টি-টোয়েন্টি লিগে নেতৃত্বে মুগ্ধ করা মার্করামকেই বেছে নেওয়া হয়। সানরাইজার্স শিবিরে বাড়তি নজর থাকবে ইংল্য়ান্ডের তরুণ ব্য়াটার হ্যারি ব্রুকের দিকে। এ বার কেরিয়ারের প্রথম আইপিএলে ছাপ ফেলতে চাইবেন হ্য়ারি।