Royal Enfield: ইথানলে চলবে রয়্যাল এনফিল্ড
রয়্যাল এনফিল্ড হান্টারের ইঞ্জিন ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডারের। এর ইঞ্জিন ২০.১১ ব্রেক হর্স পাওয়ার আর ২৭ এনএম টর্ক উৎপাদন করে। ওবিডি ২ ও ই২০ ইঞ্জিন ৫ স্পিড গিয়ারবক্স সম্পন্ন। লাল, নীল, হলুদ, ধূসর, কালো বিভিন্ন রঙে এসেছে বাইকটির মডেল। ৩টি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে বাইকটি। রেট্রো, মেট্রো আর মেট্রো রেবেল।
রয়্যাল এনফিল্ড হান্টার ই২০ এবং বিএস ৬ ফেজ ২ এই দুটি বাইক পথে নামছে। ৮০% পেট্রোল এবং ২০% ইথানলে চলবে এই বাইক। এই বাইকের জ্বালানির ট্যাঙ্কে আছে ই২০ স্টিকার। এই স্টিকার নির্দেশ করে ইথানলে চলবে এই রয়্যাল এনফিল্ড হান্টার বাইক। রয়্যাল এনফিল্ড হান্টারের ইঞ্জিন ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডারের। এর ইঞ্জিন ২০.১১ ব্রেক হর্স পাওয়ার আর ২৭ এনএম টর্ক উৎপাদন করে। ওবিডি ২ ও ই২০ ইঞ্জিন ৫ স্পিড গিয়ারবক্স সম্পন্ন। লাল, নীল, হলুদ, ধূসর, কালো বিভিন্ন রঙে এসেছে বাইকটির মডেল। ৩টি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে বাইকটি। রেট্রো, মেট্রো আর মেট্রো রেবেল। দাম দেড় থেকে পৌনে দু লাখ টাকা। বাইকটিতে আছে হ্যালোজেন হেডলাইট, এলইডি টেল ল্যাম্প, ব্লুটুথ কানেক্টিভিটি আর অ্যানালগ স্পিডোমিটার। রয়েছে ডিজিটাল ওডোমিটার আর ইউএসবি চার্জিং পোর্ট। হান্টারে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও টুইন শক রিয়ার অ্যাবজর্বার। দুটি চাকায় আছে ডিস্ক ব্রেক। ব্রেকিং এর জন্য আছে ডুয়াল চ্যানেল এবিএস। কবে বাইকটি ভারতে লঞ্চ হবে এখনও জানা যায়নি। নিকট ভবিষ্যতে বিদ্যুৎ চালিত রয়্যাল এনফিল্ডও আসতে চলেছে।