Traffic Rules: হেলমেট পরলেও জরিমানা?

Traffic Rules: হেলমেট পরলেও জরিমানা?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 29, 2023 | 4:37 PM

এবার বাইক চালানোর সময়ে হেলমেট পরে থাকলেও জরিমানা করতে পারে ট্রাফিক পুলিশ। ঠিকমতো হেলমেট না পরলে পুলিশ ধরতে পারে। ফাইনও করতে পারে। মোটর ভেহিকল আইন ১৯৮৮ অনুযায়ী হতে পারে ১,০০০ টাকার জরিমানা। হেলমেটের স্ট্র্যাপ না থাকলে বা স্ট্র্যাপ আটকানো না থাকলে আপনি দোষী। যদি হেলমেটটি আইএসআই মার্ক যুক্ত না হয় তাহলেও কিন্তু ফাইনের আওতায় পড়বেন

দুচাকার মোটর সাইকেল চালাতে হেলমেট অত্যন্ত জরুরি। অধিকাংশের ক্ষেত্রে হেলমেট পুলিশি জরিমানা থেকে বাঁচার একটা পন্থা মাত্র। তাই সুরক্ষার বিষয়টা মাথায় রাখতে ভুলে যান অনেকেই। এবার বাইক চালানোর সময়ে হেলমেট পরে থাকলেও জরিমানা করতে পারে ট্রাফিক পুলিশ। ঠিকমতো হেলমেট না পরলে পুলিশ ধরতে পারে। ফাইনও করতে পারে। মোটর ভেহিকল আইন ১৯৮৮ অনুযায়ী হতে পারে ১,০০০ টাকার জরিমানা। হেলমেটের স্ট্র্যাপ না থাকলে বা স্ট্র্যাপ আটকানো না থাকলে আপনি দোষী। যদি হেলমেটটি আইএসআই মার্ক যুক্ত না হয় তাহলেও কিন্তু ফাইনের আওতায় পড়বেন । মাথায় হেলমেট না থাকলে ২,০০০ টাকার জরিমানা। কার্বন ও কেভলার মিশ্রিত উপাদান দিয়ে তৈরি হেলমেট পরা উচিত। হেলমেটের আকার বিভিন্ন রকম হয়। স্মল সাইজ ৫৫ থেকে ৫৭ সেন্টিমিটার। মিডিয়াম সাইজ ৫৭ থেকে ৫৯ সেন্টিমিটার। লার্জ সাইজ ৫৯ থেকে ৬১ সেন্টিমিটার। এক্সট্রা লার্জ সাইজ ৬১ থেকে ৬৩ সেন্টিমিটার। ঠিকঠাক সাইজের হেলমেট না হলে বিপদ। এই মাপ দেখে হেলমেট কিনুন।