Salman Khan News: বিগ বস-এর ঘরে সিগারেট হাতে সলমন, বইছে কটাক্ষের ঝড়
হাতে জ্বলন্ত সিগারেট, তাই নিয়ে সলমন খান হাজির হলেন বিগবসের মঞ্চে। সম্প্রতি এরকমই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। হয়েছে তীব্র সমালোচনা।
কবে জাওয়ান টিজ়ার প্রিভিউ
রবিবার ভক্তদের সুখবর দিলেন শাহরুখ খান। অপেক্ষা আর দীর্ঘ নয়। মঙ্গলবার অর্থাৎ ১১ জুন সকাল সাড়ে দশটায় মুক্তি পাবে তাঁর আগামী ছবি ‘জাওয়ান’-এর টিজ়ার প্রিভিউ। অপেক্ষায় পলক গুনছেন ভক্তরা।
১ মিনিটে ১ কোটি?
ভারতের বুকে সর্বাধিক পারিশ্রমিক নিচ্ছেন এখন কোন অভিনেত্রী জানান? না, দীপিকা পাড়ুকোন বা আলিয়া ভাট নন, তিনি হলেন উর্বশী রাউটেলা। ৩ মিনিটের একটি ভিডিয়োর জন্য পারিশ্রমিক নিলেন ৩ কোটি টাকা। যা এখনও পর্যন্ত ভারতের কোনও অভিনেত্রী চার্জ করেননি।
করণকে প্রশ্ন ভক্তের
‘আপনি কি সমকামী’, করণ জোহরকে প্রশ্ন তাঁর এক ভক্তের। করণও উত্তর দিয়েছেন সপাটে। পাল্টা ওই ব্যক্তিকে তাঁর প্রশ্ন, “কেন আপনি কি ইচ্ছুক?’ করণের এই মোক্ষম জগতে সাধুবাদ নেটিজেনদের একটা বড় অংশ।
হাতে সিগারেট নিয়ে বিগবসে সলমন!
হাতে জ্বলন্ত সিগারেট, তাই নিয়ে সলমন খান হাজির হলেন বিগবসের মঞ্চে। সম্প্রতি এরকমই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। হয়েছে তীব্র সমালোচনা। নেটিজেনদের একটা বড় অংশের প্রশ্ন, “প্রকাশ্যে ধূমপানের প্রচার করে সলমন কি ঠিক করেছেন?” যদিও অনেকেরই বক্তব্য, ‘হতেই পারে ছবিটি বিকৃত করা হয়েছে। যদিও সলমন নীরব।
কাজলের সাফাই
বিপাকে অভিনেত্রী কাজল। এক সাক্ষাৎকারে শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে টেনে এনেছিলেন রাজনৈতিক নেতাদের শিক্ষার প্রসঙ্গ। কিন্তু সে কারণে যে এতটা ট্রোলের মুখে পড়তে হবে তাঁকে, তা হয়তো নিজেও ভাবেননি অভিনেত্রী। ব্যাপক সমালোচিত হতে হল অভিনেত্রীকে। শুধু সমালোচনাই নয়, চাপের মুখে নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তিও দিলেন কাজল।
সুখবর দিলেন সলমন
শেষ হওয়ার পথে ওটিটি বিগ বস সিজন ২। তবে এবার সুখবর দিলেন শোয়ের সঞ্চালক সলমন খান। জানালেন ইতিমধ্যেই রেকর্ড ভিউ হয়েছে রিয়্যালিটি শোয়ের। ৪০০ কোটি ভিউ ছাড়িয়েছে। তাই বাড়িয়ে দেওয়া হল শোয়ের মেয়াদ। আরও ১৪ দিন দেখা যাবে বিগ বস ওটিটি।
বৃষ্টিভেজা লন্ডনে শ্রাবন্তী-জিতু
লন্ডনের আকাশ আজ মেঘলা। সকাল থেকেই বৃষ্টি। বৃষ্টিভেজা লন্ডনের রূপ উপভোগ জিতু কামাল ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। আগামী ছবির শুটে লন্ডন গিয়েছেন দু’জনে। ছবির নাম ‘আমি আমার মতো’। ছবির পরিচালক কমলেশ্বর মুখপাধ্যায়।
স্মৃতির পাতায় নবনীতা
অভিনেতা ইন্দ্রজিৎ চক্রবর্তীর সঙ্গে ছবি পোস্ট করলেন এবার নবনীতা দাস। সাত বছর আগের স্মৃতিতে ফিরলেন তিনি। এই জুটি একসঙ্গে ধরা দিয়েছিলেন ‘দীপ জ্বেলে যাই’ ধারাবাহিকে। সেখান থেকেই একটি ফ্রেম শেয়ার করলেন নবনীতা।
পরীমণিকে বিয়ের প্রস্তাব
এক সাক্ষাৎকারে বাংলাদেশের বিতর্কিত নায়িকা পরীমণিকে বিয়ের প্রস্তাব দিলেন ওই দেশের ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আশরাফুল। পরীর উদ্দেশে তিনি বলেন, “আমার বাড়িতে বিয়ের জন্য পাত্রী খুঁজছে। আপনি কি আমায় বিয়ে করবেন?” যদিও পুরোটাই আদপে মজার ছিল। গোটা বিষয়টি উপভোগ করেছেন নায়িকা নিজেও।