Saudi Arabia: এই দেশে নেই ১ টিও নদী
Riverless Country: সৌদি আরবে আছে ২টি সাগর । সেই সাগর ২টির নাম হল লোহিত সাগর ও পারস্য উপসাগর। এই সমুদ্র ২টি সৌদির কাছে খুব গুরুত্বপূর্ণ।
নদী ছাড়া এই দেশকে চেনেন? বৃষ্টি কম হওয়ার জন্য ভূগর্ভস্থ জলও সেভাবে জমা হতে পারে না। সৌদিকে প্রচুর টাকা খরচ করতে হয় জলের জন্য। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, সৌদিকে প্রায় তার জিডিপির ২% জলের জন্য খরচ করতে হয়। এই দেশের বেশি ভাগ মানুষ ভূগর্ভস্থ জলের উপর নির্ভর করেন। তাই তাঁরা কূপ ব্যবহার করেন। কিন্তু শুধুমাত্র কূপের মাধ্যমে জলের অভাব মেটানো যায় না। পরিসংখ্যান অনুযায়ী,খুব তাড়াতাড়ি ভূগর্ভস্থ জল শেষ হয়ে যাবে । জলের অভাব মেটাতে ভরসা সমুদ্রের জল। সেই জল তাঁদের পান করতে হয়। এই জল পানযোগ্য করার জন্য অনেক টাকা খরচ করতে হয়। সৌদি আরবে আছে ২টি সাগর । সেই সাগর ২টির নাম হল লোহিত সাগর ও পারস্য উপসাগর। এই সমুদ্র ২টি সৌদির কাছে খুব গুরুত্বপূর্ণ।
Latest Videos