Chandrayaan 3: চন্দ্রযান থিমের খুঁটি পুজো!
চলতি বছরের ১৪ই জুলাই চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল ইসরোর চন্দ্রযান। আর দীর্ঘ ৩৯ দিন পার করে অবশেষে চাঁদের মাটিতে পা রাখতে চলেছে চন্দ্রযান তিন। উৎক্ষেপণের পর থেকে শুরু করে আজ যখন চাঁদের মাটি স্পর্শ করবে চন্দ্রযান এই দীর্ঘ সময় অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশের আপামর জনগণ। বিশেষ করে সেই সমস্ত বিজ্ঞানীরা যারা এই মিশনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত সেরকমই ইসরোর এক বিজ্ঞানী হলেন বসিরহাটের মানস সরকার।
চলতি বছরের ১৪ই জুলাই চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল ইসরোর চন্দ্রযান। আর দীর্ঘ ৩৯ দিন পার করে অবশেষে চাঁদের মাটিতে পা রাখতে চলেছে চন্দ্রযান তিন। উৎক্ষেপণের পর থেকে শুরু করে আজ যখন চাঁদের মাটি স্পর্শ করবে চন্দ্রযান এই দীর্ঘ সময় অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশের আপামর জনগণ। বিশেষ করে সেই সমস্ত বিজ্ঞানীরা যারা এই মিশনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত সেরকমই ইসরোর এক বিজ্ঞানী হলেন বসিরহাটের মানস সরকার। যিনি চন্দ্রযান তিন মিশনের সঙ্গে সরাসরি যুক্ত। বসিরহাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের নৈহাটি এলাকার বাসিন্দা, মানস সরকারের পরিবার ইতিমধ্যেই প্রহর গুনছে কখন সফলভাবে চাঁদের মাটিতে পা রাখবে এই চন্দ্রযান। বিজ্ঞানীর বাবা প্রাক্তন সেনা কর্মী শচীন্দ্রনাথ সরকার বলেন, “অধীর আগ্রহে বসে আছি চাঁদের মাটিতে চন্দ্রযানের ল্যান্ডিং দেখার জন্য। গর্ব হচ্ছে নিজের ছেলের জন্য। যে এই মিশনের সঙ্গে যুক্ত। চন্দ্রযান সফল হলে তা বসিরহাট সহ ভারতের নাম উজ্জ্বল করবে।” এলাকাবাসী সুরেশ মন্ডল বলেন, “বসিরহাটের এই বিজ্ঞানীর কৃতিত্ব যথেষ্টই প্রশংসনীয়। আগামী প্রজন্মকে বিজ্ঞানমুখী করতে তার এই কৃতিত্ব যথেষ্টই অনুপ্রেরণাদায়ক।” অন্যদিকে বসিরহাটের এই বিজ্ঞানীকে সম্মান জানাতে পাশাপাশি চন্দ্রযান তিন যাতে চাঁদের মাটিতে সফলভাবে ল্যান্ড করে তার জন্য দুর্গাপূজায় নিজেদের থিম চন্দ্রযানকে বেছে নিয়ে খুঁটিপূজায় মেতে উঠলো বসিরহাটে নেতাজী ইউনিয়ন। উদ্যোক্তা শঙ্কর অধিকারী বলেন, “আমাদের গর্ব মানস সরকার। চন্দ্রযানের সঙ্গে যিনি সরাসরি যুক্ত। তিনি বসিরহাটের নাম দেশের মধ্যে উজ্জ্বল করেছেন। তাই তাকে সম্মান জানাতে পাশাপাশি চন্দ্রযান ৩ এর ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আজকের দিনেই আমরা খুঁটি পুজায় নিয়োজিত হয়েছি।” আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই। বিক্রম অবতরণ করবে চাঁদের মাটিতে। তাই বসিরহাট জুড়ে যে উৎসবের চেহারা ধরা পড়ছে সে কথা বলাই বাহুল্য।