New Technology in Car: জল আর CO2 দিয়ে চলবে গাড়ি!

New Technology in Car: জল আর CO2 দিয়ে চলবে গাড়ি!

আসাদ মল্লিক

|

Updated on: May 28, 2023 | 3:29 PM

Electric Car: কার্বন নিঃসরণ বেড়েই চলেছে বায়ুতে। কার্বন নিঃসরণ কমানোর জন্য বিজ্ঞানীরা একাধিক পদক্ষেপ নিয়েছে। বাজারে আনা হয়েছে বৈদ্যুতিক যানবাহন। যানবাহন থেকে যে বিপুল হারে কার্বন নিঃসরণ হয়, তা অনেকটাই কমবে।

কার্বন নিঃসরণ বেড়েই চলেছে বায়ুতে। কার্বন নিঃসরণ কমানোর জন্য বিজ্ঞানীরা একাধিক পদক্ষেপ নিয়েছে। বাজারে আনা হয়েছে বৈদ্যুতিক যানবাহন। যানবাহন থেকে যে বিপুল হারে কার্বন নিঃসরণ হয়, তা অনেকটাই কমবে। গাড়িতে জ্বালানি হিসাবে এমন এক জ্বালানি ব্যবহার করা হবে, যা জল এবং কার্বন-ডাই-অক্সাইড থেকে তৈরি হবে। অবাক হলেও কথাটা সত্যি। জ্বালানি তৈরি করা হবে জল ও CO2 দিয়ে। এই তরল জ্বালানিতে গাড়ি চলবে। গবেষকরা তৈরি করেছেন একটা কৃত্রিম পাতা। সূর্যালোকের সাহায্যে কার্বন ডাই অক্সাইড এবং জল রূপান্তরিত হবে প্রোপানল এবং ইথানলে। এই জ্বালানি অনেক কম কার্বন নির্গত করে। বিজ্ঞানীরা এই কৃত্রিম পাতাটিকে জল এবং কার্বন ডাই অক্সাইডে ডুবিয়ে রাখেন। তারপর সূর্যের আলোতে নিয়ে আসা হয় এই পাতাটিকে। সেখান থেকে এই পাতাটি এই জ্বালানি তৈরি করে। এই প্রযুক্তি গাড়ি চালানো যাবে। কিন্তু এই প্রযুক্তিতে গাড়ি চালানোর জন্য সূর্যের আলোর দরকার। কৃত্রিম পাতাটিতে আছে অনেক ধাতুর স্তর। সিলভার,কপার, গ্রাফাইট,গ্লাস থাকে কৃত্রিম পাতাটিতে। এই পাতা সূর্যের আলো শোষণ করতে পারে।

Published on: May 28, 2023 03:28 PM