Suhana Khan on Ishaan Kishan: ঈশানকে প্রকাশ্যেই গালিগালাজ শাহরুখ-কন্যার!

Suhana Khan on Ishaan Kishan: ঈশানকে প্রকাশ্যেই গালিগালাজ শাহরুখ-কন্যার!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Apr 21, 2023 | 5:52 PM

রবিবার আইপিএলে কলকাতা ও মুম্বইয়ের ম্যাচ ছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছড়িয়ে পড়েছিল মুম্বইয়ের ঈশান কিষাণ ও সূর্য কুমার যাদবের তেজ। একের পর এক ছক্কা হাঁকিয়ে মাত্র ২১ বলে ৫০ করেন ঈশান, কিন্তু ৫৮ ছুঁতেই ঘটে যায় এক ঘটনা।

রবিবার আইপিএলে কলকাতা ও মুম্বইয়ের ম্যাচ ছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছড়িয়ে পড়েছিল মুম্বইয়ের ঈশান কিষাণ ও সূর্য কুমার যাদবের তেজ। একের পর এক ছক্কা হাঁকিয়ে মাত্র ২১ বলে ৫০ করেন ঈশান,কিন্তু ৫৮ ছুঁতেই ঘটে যায় এক ঘটনা। বোল্ড আউট হন ঈশান। হাইভোল্টেজ ম্যাচে তখন স্টেডিয়াম জুড়ে কোলাহল। ভাইকে নিয়ে খেলা দেখতে আসা সুহানাও নিজেকে আর সামলাতে পারেননি। পপকর্ণ মুখে নিয়েই দিয়ে ফেললেন গালি,ভাইরাল ভিডিয়ো দেখে এমনটাই মনে করছেন সকলে। শাহরুখ কন্যা সমালোচনার সম্মুখীন হলেও অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন। তাঁদের যুক্তি,’বাবার টিম, তিনিও যুক্ত, সেই উন্মাদনায় যদি গালি দিয়েও থাকেন, তবে তা দোষের নয়’।