Rail Income: কোন কাজ করলে রেলের লাভ কোটি টাকা?
রেলের আয়ের অন্যতম উৎস হল যাত্রীরা। রেল সর্বোচ্চ আয় করে থাকে মালগাড়ি থেকে। এছাড়াও বিজ্ঞাপনের থেকেও রেল আয় করে। একাধিক সিনেমায় রেলস্টেশন বা ট্রেনের কামরায় শুটিংয়ের দৃশ্য থাকে।
রেলের আয়ের অন্যতম উৎস হল যাত্রীরা। রেল সর্বোচ্চ আয় করে থাকে মালগাড়ি থেকে। এছাড়াও বিজ্ঞাপনের থেকেও রেল আয় করে। একাধিক সিনেমায় রেলস্টেশন বা ট্রেনের কামরায় শুটিংয়ের দৃশ্য থাকে। এর জন্য রেলকে টাকা দিতে হয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজকদের। বলিউডের ছবির শুটিং থেকে তারা বছরে কোটি টাকা পান। গত অর্থ বছরে রেল আয় করেছে ১ কোটি ৬৪ হাজার টাকা। এর আগেও আয় করেছে ৬৭ লক্ষ টাকা এবং ১ কোটি টাকা। শুধু সিনেমা নয়,ওয়েব সিরিজের শুটিংও রেলওয়ে স্টেশনে করা হয়েছে। ব্রিদ ইনটু দ্য শ্যাডোস,ডংরি টু দুবাই এবং কেবিসি প্রোমো এবং অনেক বিজ্ঞাপনও রেলওয়েতে শ্যুট করা হয়েছে। এই সব থেকে রেল অনেক আয় করে। বলিউডে শুটিংয়ের অনুমতি দিতে রেলওয়ে সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করেছে। প্রোডাকশন হাউসগুলো কিছু নথি দিয়ে শুটিংয়ের অনুমতি পায়। মুম্বই সেন্ট্রাল টার্মিনাস,চার্চগেট,সবরমতী স্পোর্টস গ্রাউন্ড,গোরেগাঁও স্টেশন,স্টেশনগুলি থেকে মোটা টাকা আয় হয়েছে রেলের।