Exchanging Torn Notes: ছেঁড়া টাকা পেলে কী করবেন?
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে সাধারণভাবে জনগণকে টাকার নোটে কোনও কিছু লিখতে বা আঁকিবুঁকি বারণ করা হয়। তবে টাকার উপরে লিখলে তা মোটেও বাতিল হয়ে যায় না।
টাকা দিতে গিয়ে অনেক সময়ই আমরা দেখি যে নোটের মধ্যে কিছু লেখা। টাকার নোটে কিছু লেখা থাকলে অনেক সময়ই দোকানদাররা সেই নোট নিতে চান না। বিভিন্ন ব্যাঙ্কও সহজে এই নোট নিতে চায় না। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার জনগণকে টাকার নোটে কোনও কিছু লিখতে বা আঁকিবুঁকি করতে বারণ করে। টাকার উপরে লিখলে তা মোটেও বাতিল হয়ে যায় না। বরং টাকার নোট বা মুদ্রার মেয়াদ কমে যায়। টাকার উপরে কিছু লেখা থাকলে তার ক্ষয় হয়,ফলে নোট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনার কাছে যদি ছেঁড়া নোট থাকে,তবে চিন্তার কোনও কারণ নেই। শহরের যেকোনও ব্য়াঙ্কে গেলেই,সেখানে ছেঁড়া নোট বদলে দেওয়া হয়। যদি কোনও ব্যাঙ্কের কর্মী নোট বদলাতে অস্বীকার করেন,তবে আপনি এই নিয়ে অভিযোগও জানাতে পারেন।
Published on: Apr 21, 2023 06:31 PM
Latest Videos