New Rules in OTT : ওটিটিতে এবার ধূমপানের সতর্কীকরণ

New Rules in OTT : ওটিটিতে এবার ধূমপানের সতর্কীকরণ

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 12, 2023 | 6:43 PM

New Rules in OTT : কোনও অনুষ্ঠানে তামাকজাত পণ্য ব্যবহার হলে তার শুরুতে ৩০ সেকেন্ড সতর্কীকরণ দেখাতেই হবে। তাতে তামাকের ক্ষতিকর দিক নিয়ে ২০ সেকেন্ডের কন্টেন্ট থাকতে হবে।

সিনেমা হলে দেখানো হয় ধূমপানের বিধিবদ্ধ সতর্কীকরণ। এবার ওটিটি প্ল্যাটফর্মে তামাক বিরোধী সতর্কতা দেখানো বাধ্যতামূলক করছে কেন্দ্র সরকার। রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তরে ৩১ জুলাই স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী এসপিএস বাঘেল এক বিজ্ঞপ্তি দেন। সরকারের সংশোধিত নিয়ম অনুসারে।

কোনও অনুষ্ঠানে তামাকজাত পণ্য ব্যবহার হলে তার শুরুতে ৩০ সেকেন্ড সতর্কীকরণ দেখাতেই হবে। তাতে তামাকের ক্ষতিকর দিক নিয়ে ২০ সেকেন্ডের কন্টেন্ট থাকতে হবে। যখন স্ক্রিনে তামাকজাত দ্রব্য প্রদর্শিত হবে তখনও স্ট্যাটিক বার্তা দেখাতে হবে। ওটিটি এখন খুব জনপ্রিয় ও এর প্রভাব জনজীবনে খুব বেশি হওয়ায় এই সিদ্ধান্ত।

কেন্দ্র সরকারের ৩টি মন্ত্রকের তৈরি এক কমিটির মাধ্যমে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তথ্য প্রযুক্তি, তথ্য সম্প্রচার ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তৈরি কমিটির সিদ্ধান্তে তৈরি হল আইন। ওটিটিতে প্রদর্শিত সিরিজ ও সিনেমার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য।