Call Drop Issue: শিগগিরিই মুক্তি মিলবে কলড্রপ থেকে, কেন্দ্রীয় সরকার নিয়েছে গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত
কলড্রপ কমানোর সঙ্গে ৫জির জন্য নির্দেশিকা পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে সরকার। টেলিকম বিশেষজ্ঞদের মতে, সরকারি অনুমোদনের জন্য ছোট টাওয়ারগুলি স্থাপনে অনেক সময় লাগে। দেখে নিন কী কী পরিবর্তন আনছে ট্রাই (TRAI) ?
টেলিকম গ্রাহকদের জন্য দারুণ খবর। খারাপ সিগন্যালের কারণে সেলুলার নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে কল কেটে যায় । অনেক সময়ে অন্যদিকের কথা শোনা যায় না। একেই কলড্রপ বলে । শিগগিরই হবে কলড্রপের সমস্যা থেকে মুক্তি । এই বিষয়ে ক্রমশ অভিযোগ বাড়ছিল। কেন্দ্রীয় সরকার এই বিষয়ে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। ছোট ছোট টাওয়ার বসানোর অনুমতি দেবে সরকার। এই ছোট টাওয়ারগুলির জন্য টেলিকম সংস্থাগুলির কোনও সরকারি অনুমোদন লাগবে না। ফলে টাওয়ারগুলি স্থাপন হবে কম সময়ে । কলড্রপ কমানোর সঙ্গে ৫জির জন্য নির্দেশিকা পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে সরকার। টেলিকম বিশেষজ্ঞদের মতে, সরকারি অনুমোদনের জন্য ছোট টাওয়ারগুলি স্থাপনে অনেক সময় লাগে। দেখে নিন কী কী পরিবর্তন আনছে ট্রাই (TRAI) ? কল ড্রপ কম হবে। ছোট টাওয়ার স্থাপনের জন্য সরকারি অনুমতি লাগবে না। ৬০০ ওয়াট পর্যন্ত বিটিএস (BTS) ইনস্টল করার জন্য কোনও অনুমোদন লাগবে না। টেলিকম সংস্থাগুলি ট্রাফিক লাইট, স্ট্রিট লাইট বা অন্যান্য পরিকাঠামোতে ছোট টাওয়ার স্থাপন করতে পারবে।
দ্রুত ৫জি পরিষেবা চালু করা সম্ভব হবে। টেলিকম নিয়ন্ত্রক ট্রাইও এই সুপারিশ করেছে। সরকার শীঘ্রই নতুন নির্দেশিকা জারি করতে পারে। ছোট টাওয়ার স্থাপনের জন্য সংস্থাগুলিকে শুধুমাত্র সেল্ফ সার্টিফিকেট দিতে হবে।