Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC Cricket World Cup 2023: বিশ্বকাপ কীএবার বাভুমাদের হাতে?

ICC Cricket World Cup 2023: বিশ্বকাপ কীএবার বাভুমাদের হাতে?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 12, 2023 | 9:45 PM

বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক স্কোর করে মাইলস্টোন গড়েছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার ৪০০-র ওপর রান অবাক করেছে ক্রিকেটপ্রেমীদের। প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স খুশি তাঁর দলের এই রেকর্ডে।

বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক স্কোর করে মাইলস্টোন গড়েছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার ৪০০-র ওপর রান অবাক করেছে ক্রিকেটপ্রেমীদের। প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স খুশি তাঁর দলের এই রেকর্ডে। প্রতি বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেও মাঝপথে বরাবর খেই হারায় দক্ষিণ আফ্রিকা।

প্রতি বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেও মাঝপথে বরাবর খেই হারায় দক্ষিণ আফ্রিকা। ২০১৫ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেও সেমিফাইনালে হার হয়েছিল। প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মতে, চ্যাম্পিয়ন না হওয়া পর্যন্ত এই সন্দেহের অবসান ঘটবে না। তাঁর মতে, প্রত্যাশার চাপ এবারে নেই দলের ওপর। দলের জয়ের প্রতি আশাবাদী এবি। বিশ্বরেকর্ডের হাত ধরেই দলের প্রতি প্রত্যাশা বাড়ছে দর্শকদের।