Srijit Mukherji News: কী হল পরিচালকের? অসুস্থতার খবর নিজেই জানালেন সৃজিত
কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আবারও অসুস্থ হলেন তিনি। নিজেই সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “অন্ধকার নামছে, এতটাই ঘন অন্ধকার যে চারিদিকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না।” পোস্ট দেখামাত্রই উদ্বেগ ভক্তদের মনে। সূত্রের খবর, জ্বরে আক্রান্ত সৃজিত। সাময়িকভাবে শুটিং স্থগিত রাখার খবর সামনে আসছে।
অসুস্থ সৃজিত
কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আবারও অসুস্থ হলেন তিনি। নিজেই সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “অন্ধকার নামছে, এতটাই ঘন অন্ধকার যে চারিদিকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না।” পোস্ট দেখামাত্রই উদ্বেগ ভক্তদের মনে। সূত্রের খবর, জ্বরে আক্রান্ত সৃজিত। সাময়িকভাবে শুটিং স্থগিত রাখার খবর সামনে আসছে।
ফিরলেন কাবো
অ্যালবার্ট কাবো লেপচা—বাংলার অন্যতম সঙ্গীত রিয়্যালিটি শোয়ের মঞ্চে যিনি সকলের নজর কেড়েছিলেন, এবার তিনি জি টিভি সারেগামাপা-র মঞ্চে জায়গা করে নিলেন। তাঁর অনবদ্য কণ্ঠস্বর বিচারকদের নজর কাড়লেও কিছুক্ষণের মধ্যেই ভিজে এল তাঁর চোখ। সন্তান হারানোর শোক সকলের সঙ্গে ভাগ করে নিলেন কাবো। জানালেন, গত কয়েকমাসে তাঁর পরিবারের ওপর দিয়ে কতটা ঝড় বয়ে গিয়েছে।
ভ্যাকেশন ট্রিপ
অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন, টলিউডের এই জুটি সময় সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন। এবার কয়েকদিনের ছুটি কাটাতে তাঁরা পৌঁছে গেলেন উত্তরবঙ্গে। সেই ছবি দেখামাত্রই নেটিজ়েনদের কটাক্ষ: দেব রুক্মিনীকে নিয়ে মাসে-মাসে ছবি করে যাচ্ছেন, আর আপনি ঐন্দ্রিলাকে নিয়ে একের পর এক ট্রিপ করছেন।
‘জওয়ান’ জল্পনা
‘জওয়ান’ ছবি শাহরুখ খানের কেরিয়ারে অন্যতম দামি ছবি হতে চলেছে। এবার বলিউড সূত্রে মিলছে এমনই খবর। ‘পাঠান’ তৈরি করতে ২৫০ কোটি টাকা খরচ হয়েছিল, শোনা যাচ্ছে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবি নির্মাণে তার থেকেও অনেক বেশি টাকা খরচ হয়েছে। সেট নির্মাণ থেকে শুরু করে উপস্থাপনা, সবেতেই বিশেষত্বের ছাপ রাখতে চেয়েছিলেন পরিচালক, আর তাতেই বাজেটের এই অবস্থা।
ট্রোল প্রসঙ্গে আলিয়া
সম্প্রতি কটাক্ষের শিকার হতে দেখা যায় আলিয়া ভাটকে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন পর্দার রানি। ট্রোল কীভাবে সামাল দেন? উত্তরে আলিয়া ভাট বললেন, সমালোচনা যদি ভারসাম্য বজায় রেখে হয়, তবে তা গ্রহণ করার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। তবে কোনও শব্দ যদি কষ্ট দেওয়ার জন্য বলা হয়, তা তোমাকে কতটা কষ্ট দেবে, সেটা নির্ভর করছে সেই সুযোগ দেওয়া হচ্ছে কি না, তার ওপর।
আক্ষেপ ধর্মেন্দ্রর
‘দুধ মাঙ্গো তো ক্ষীর দেঙ্গে… কাশ্মীর মাঙ্গো তো…’ — সানি দেওলের সেই সংলাপ নিয়ে আজও চর্চা। দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন ছবিতে চরিত্রের প্রয়োজনে পাকিস্তান-বিরোধী নানা সংলাপ বলেছেন তিনি। বাবা ধর্মেন্দ্র ছেলের সেসব সংলাপ নাকি মোটেও ভাল ভাবে নেননি। পাকিস্তানের অভিনেতা নাদিয়া খানকে নাকি ধর্মেন্দ্র বলেছেন, ‘‘আমারও এসব ভাল লাগে না। পাকিস্তানে সানির ভক্ত প্রচুর। তাই এসব ডায়লগ বলা মানে সেখানকার ভক্তদের মনে আঘাত দেওয়া।”
প্রশংসায় শাহরুখ
‘ফাইটার’ ছবির প্রথম লুক শেয়ার করে প্রশংসায় পঞ্চমুখ কিং খান। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন এবং অনিল কাপুরের এই থ্রিসাম তো দুর্দান্ত লাগছে। অনেক শুভেচ্ছা নিও দুগ্গু , সিড। ২জনেই সমস্ত যুদ্ধ জয় করো। অনেক ভালবাসা।’ প্রসঙ্গত, ‘ফাইটার’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দই দিয়েছেন বলিউডের সর্বকালের হিট ছবি ‘পাঠান’।
সোনা থেকে বাদ
নিউইয়র্ক শহরে প্রিয়াঙ্কা চোপড়ার রেস্তোরাঁ সোনা-য় সারা বছরই উপচে পড়ে ভিড়। তবে এবার খবর মিলছে, এই রেস্তোরাঁর ব্যবসা থেকে সরে দাঁড়াচ্ছেন অভিনেত্রী। বন্ধুদের সঙ্গে খুলেছিলেন এই রেস্তোরাঁ। তবে বর্তমানে প্রিয়াঙ্কা এই ব্যবসায় নেই বলেই অন্দরমহলের খবর।
‘গদর ২’-র বক্স অফিস ঝড়
১৭ বছর পর পর্দায় মুক্তি পেল ‘গদর’ ছবির সিক্যুয়েল ছবি ‘গদর ২’। ছবি মুক্তির আগে থেকেই বিপুল পরিমাণ টিকিট বিক্রি হয়। আর মাত্র ছয় দিনের মধ্যেই তা ঘরে তুলেছে ২৬০ কোটিরও বেশি টাকা। ফলে চলতি সপ্তাহেই তা ৩০০ কোটির ক্লাবে নাম লেখাবে বলে বিশ্বাস সিনে-বিশেষজ্ঞদের।