Dakshin 24 Pargana News: অপরাধ, তাঁরা কংগ্রেস সমর্থক!
দক্ষিণ ২৪ পরগনা জেলায় পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস করার 'অপরাধে' একটি পরিবারের চলাচলের রাস্তা জোর করে আটকে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। আর তারই প্রতিবাদ জানানোয় গতকাল গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দুই কংগ্রেস কর্মী ও তাদের পরিবারের সদস্যদের উপর চড়াও হয়ে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ।
পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস করার ‘অপরাধে’ একটি পরিবারের চলাচলের রাস্তা জোর করে আটকে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। আর তারই প্রতিবাদ জানানোয় গতকাল গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দুই কংগ্রেস কর্মী ও তাদের পরিবারের সদস্যদের উপর চড়াও হয়ে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন কংগ্রেস কর্মী জিয়াউল হক মোল্লা ও রবিউল হক মোল্লা সহ তাদের স্ত্রী ও এক মেয়ে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্তি থানার উত্তরকুসুম গ্রাম পঞ্চায়েতের কেয়াকণা এলাকায়। স্থানীয়রা রাতেই জখমদের উদ্ধার করে বানেশ্বরপুর ব্লক হাসপাতালে ভর্তি করায়। আজ সকালে স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। এদের মধ্যে রবিউলের স্ত্রী শাহানারা বিবির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয়েছে কলকাতার পিজি হাসপাতালে। সকলের হাতে, ঘাড়ে, বুকে, পিঠে ও মুখে আঘাত রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। আক্রান্ত দুই কংগ্রেস কর্মীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। যদিও এই ঘটনাকে পারিবারিক বিবাদ বলে দায় এড়িয়েছে তৃণমূল। তবে আক্রান্তদের দাবি, গ্রামের ১৪১ নম্বর বুথ গতবার তৃণমূল দখল করলেও এবারের পঞ্চায়েত নির্বাচনে এই বুথ থেকে কংগ্রেসের প্রার্থী জয়লাভ করে। সেই কারণে প্রতিহিংসাপরায়ণ হয়ে প্রতিবেশী বেশ কিছু তৃণমূলের কর্মী সমর্থক আমাদের পরিবারের চলাচলের রাস্তার উপর জোর করে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়ার চেষ্টা করছিল। আর আমরা প্রতিবাদ করায় এই হামলা চালানো হয়েছে।