Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sushant Singh Rajput: গায়েব সুশান্ত, কেন হয় ব্রেকআপ? অঙ্কিতা বললেন...

Sushant Singh Rajput: গায়েব সুশান্ত, কেন হয় ব্রেকআপ? অঙ্কিতা বললেন…

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Oct 31, 2023 | 10:51 PM

‘পবিত্র রিস্তা’র ধারাবাহিক থেকেই প্রেম শুরু হয়েছিল অঙ্কিতা লোখন্ডে ও সুশান্ত সিং রাজপুতের। বেশ কয়েক বছর সেই প্রেম চলার পর তা ভেঙে যায়। কিন্তু কেন? এ নিয়ে কৌতূহলের সীমা নেই। সম্প্রতি অঙ্কিতা এই নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, “এক রাতের মধ্যে গায়েব হয়ে গিয়েছিল। আসলে সাফল্য পাচ্ছিল; তাই ওকে কুমন্ত্রণা দিচ্ছিল। আমার জীবন থেকে হঠাৎ করেই হারিয়ে যায় সুশান্ত।”

মন্নতে পার্টি
করোনার কারণে টানা ২ বছর সেই ভাবে জন্মদিন পালন করতে পারেননি শাহরুখ। তাই এবার দ্বিগুণ আনন্দে পালন হবে জন্মদিন। ২ নভেম্বর মন্নতে ‘জওয়ান’-এর সাকসেস পার্টি আছে। আমন্ত্রিতরা বলিউডের বাঘা-বাঘা তারকা। সেই দিনই তাঁর আসন্ন ছবি ‘ডানকি’র টিজ়ারও মুক্তি পাওয়ার কথা।

দেখা হল দু’জনায়
সৌদি আরবে এক লাইভ বক্সিং ম্যাচ দেখতে গিয়েছিলেন সলমন খান। পার্টনারকে নিয়ে সেই ম্যাচ দেখতে গিয়েছলেন আন্তর্জাতিক ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। একটি ভিডিয়ো ভাইরাল হতেই তোলপাড় নেটপাড়া। সলমনকে নাকি ‘অবজ্ঞা’ করেছেন ফুটবলার? সলমন ভক্তরা রেগে একেবারে বোম। তথাকথিত ‘অবজ্ঞা’র ভিডিয়ো যেমন ভাইরাল হয়েছে, ঠিক তেমনই ভাইরাল হয়েছে আরও এক ছবি। যে ছবিতে স্পষ্টতই দেখা যাচ্ছে সলমন খানের সঙ্গে খোশগল্পে মেতেছেন রোনাল্ডো।

হার্ডির কানে জিভ মহিলার
ছন্দের তারকাকে ঘিরে ভক্তদের উন্মাদনা স্বাভাবিক, কিন্তু তা যদি পৌঁছে যায় যৌন হেনস্থায় তখন? সম্প্রতি এমনই এক ঘটনার সম্মুখীন হয়েছেন গায়ক হার্ডি সান্ধু। তাঁর অভিযোগ, এক বিয়ে বাড়িয়ে গান গাইতে গিয়েছিলেন তিনি। সেখানে এক মহিলা আচমকাই তাঁকে জড়িয়ে ধরার অছিলায় কানের মধ্যে ঢুকিয়ে দেন জিভ। অপ্রস্তুতে পড়ে যান গায়ক। তাঁর প্রশ্ন, “শুধু একটা কথা ভাবুন, যদি উল্টো হত ব্যাপারটা। মানে যদি আমি মহিলা, আর সেই ব্যক্তি পুরুষ হতেন! তাহলে?”

প্রীতির কামব্যাক
অভিনয় কেরিয়ারকে ‘আলবিদা’ জানিয়েছেন। মার্কিন ব্যবসায়ীকে বিয়ে করে লস এঞ্জেলসে চলে গিয়েছিলেন প্রীতি জ়িন্টা। সেখানে সারোগেসির মাধ্য়মে তাঁর যমজ সন্তানও হয়েছে। এবার নাকি অভিনয়ে কামব্যাক করবেন প্রীতি। তাঁকে নাকি দেখা যাবে একটি দক্ষিণী ছবিতে। কিন্তু এ ব্য়াপারে এখনও কোনও কথাই জানা যায়নি প্রীতির তরফে।

কার্তিকের পছন্দ
অনেকগুলি সম্পর্কে ছিলেন কার্তিক। সারা আলি খান, জাহ্নবী কাপুর… কে নেই সেই তালিকায়? এবার কার্তিক জানালেন, ঠিক কেমন মেয়ে পছন্দ তাঁর। কার্তিক বলেছেন, “করিনা কাপুর খান এবং প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের মিশেল হতে হবে সেই মেয়েকে। তবেই আমার তাঁকে পছন্দ হবে।”

এক রাতে গায়েব সুশান্ত
‘পবিত্র রিস্তা’র ধারাবাহিক থেকেই প্রেম শুরু হয়েছিল অঙ্কিতা লোখন্ডে ও সুশান্ত সিং রাজপুতের। বেশ কয়েক বছর সেই প্রেম চলার পর তা ভেঙে যায়। কিন্তু কেন? এ নিয়ে কৌতূহলের সীমা নেই। সম্প্রতি অঙ্কিতা এই নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, “এক রাতের মধ্যে গায়েব হয়ে গিয়েছিল। আসলে সাফল্য পাচ্ছিল; তাই ওকে কুমন্ত্রণা দিচ্ছিল। আমার জীবন থেকে হঠাৎ করেই হারিয়ে যায় সুশান্ত।”

সোনালী চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী
গত বছর ৩১ অক্টোবর স্ত্রী সোনালী চক্রবর্তীকে হারিয়েছিলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। বছর ঘুরতেই তাঁর নিঃসঙ্গতা সম্পর্কে TV9 বাংলাকে শঙ্কর বললেন, “বাড়িতে ঢুকি যখন, নিঃসঙ্গ হয়ে পড়ি। সোনালীর লেখা একটা কবিতার বই আছে। পড়তে গেলেই এমন কান্না পায়…! অদ্ভুত লাগে। মনে হয় অনেক কবিতার মধ্যেই আমি আছি।”

মধ্যবয়সে অপরাজিতার সাঁতার
‘জল থই থই ভালবাসা’ ধারাবাহিকে সাঁতার কাটতে হয়েছে অপরাজিতা আঢ্য়কে। এ দিকে, অভিনেত্রী সাঁতার কাটতে জানতেন না। ভাইরাল জ্বর থেকে উঠে শুটিং করেছিলেন। জলে ছিলেন টানা ৮ ঘণ্টা। জানিয়েছেন, সেই আট ঘণ্টায় বিরতি পেলেই ট্রেনারের থেকে সাঁতারের কৌশল শিখে নিয়েছিলেন অপরাজিতা।

বড় সিদ্ধান্ত মানসীর
বাংলা ধারাবাহিকে জনপ্রিয় খলনায়িকা মানসী সেনগুপ্ত। তিনিই এবার নিয়ে ফেলেছেন এক বড় সিদ্ধান্ত। ইনস্টাগ্রামে লিখেছেন, “কিছু ব্যক্তিগত ও পেশাগত কারণে জন্য আমি সামাজিক মাধ্যম থেকে ব্রেক নিচ্ছি। যদি কাজ সংক্রান্ত কোনও দরকার হয়, তখন মেল মারফৎ আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার টিম আপনাকে উত্তর দেবে। অনেক ধন্যবাদ-সহ মানসী।” মানসী জানিয়েছেন, পাঁচ বছরের মেয়েকে নিয়ে আপাতত নিজের মতো সময় কাটাবেন তিনি।