Gosaba News: ঝড়ের মওকা বুঝে গোসাবায় দোকানের জানালা কেটে চুরি
মোখা ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছে পাশের প্রতিবেশী রাজ্যে। মোল্লাখালীতে লক্ষীকান্ত চন্দ্রের মুদিখানা দোকানের জানালার রড কেটে ভিতরে ঢুকে টাকা পয়সা ও অন্যান্য বিক্রির জন্য রাখা দোকানের জিনিসপত্র নিয়ে চম্পট দেয়।মঙ্গলবার দোকান খোলার পরই চুরির ঘটনাটি জানাজানি হয়।
Latest Videos