Madan Mitra on Kaushani: কৌশানীর জন্মদিনে বিস্ফোরক মদন
কৃষ্ণনগর উত্তরে এখনও বিধায়ক মুকুল রায়, তবে মদনের মন্তব্যে শুরু বিতর্কের। কৌশানীর জন্মদিনে বিস্ফোরক মদন মিত্র। মুকুল রায় কৃষ্ণনগরের বিধায়ক নয়!! কৌশানীই বিধায়ক!! দলের সাথে বেইমানি করেছে মুকুল রায়।
কৃষ্ণনগর উত্তরে এখনও বিধায়ক মুকুল রায়, তবে মদনের মন্তব্যে শুরু বিতর্কের। কৌশানির জন্মদিনে বিস্ফোরক মদন মিত্রমুকুল রায় কৃষ্ণনগরের বিধায়ক নয়!! কৌশানীই বিধায়ক!! দলের সাথে বেইমানি করেছে মুকুল রায়। বারবার দল পাল্টাচ্ছে মুকুল রায়। শরীর খারাপ নয়!! মানুষের সাথে যোগাযোগ নেই যার সে কখনো জনপ্রতিনিধি থাকতে পারে না!! কৌশানি চট্টোপাধ্যায় এর জন্মদিনে কৌশানি ও বনি কে সংগে নিয়ে দক্ষিনেশ্বর মন্দিরে পুজো দিয়ে এমনই বিস্ফোরক মদন মিত্র। ফের CBI নিয়ে বিস্ফোরক মদন মিত্র। তিনি বলেন, ‘CBI ও ED বসতে দিবো, পাখা দিবো, খেতে দেব।কেন্দ্রীয় এজেন্সি জন্য সব ব্যবস্থা করে রাখবে তার দলের ছেলেরা’। দাদা মদন মিত্রের কথায় গলা মিলালেন কৌশানি ও তবে জন্মদিনে মা ভবতারিণী কে পুজো দিয়ে সবার মঙ্গল কামনা করলেন বন্ধু বনিকে সাথে নিয়ে কৌশানি।
Published on: May 16, 2023 07:54 PM
Latest Videos