Tanu Weds Manu Again?: জয়ললিতার বায়োপিকে কঙ্গনা-মাধবন

Tanu Weds Manu Again?: জয়ললিতার বায়োপিকে কঙ্গনা-মাধবন

Nandan Paul

|

Updated on: Dec 13, 2023 | 6:26 PM

Kangana Madhaban Magic Again: দীর্ঘ ৮ বছরের প্রতীক্ষার অবসান এবার। আবার বড় পর্দায় জুটি বাঁধছেন আর মাধবন ও কঙ্গনা রানাওয়াত। দক্ষিণের রাজনৈতিক নেত্রী জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’ একটি সাইকোলজিক্যাল থ্রিলার গোত্রের সিনেমা। এই সাইকোলজিক্যাল থ্রিলার ছবির পরিচালক বিজয়।

হাসির ছবি ‘তনু ওয়েডস মনু’(Tanu Weds Manu)। আর মাধবন (R Madhaban)ও কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) ‘তনু ওয়েডস মনু’ র পর ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ এ অভিনয় করেন। সেই শেষবার তারপর আর মাধবন ও কঙ্গনা রানাওয়াতের জুটিকে বড় পর্দায় প্রায় ৮ বছর দেখা যায়নি। দীর্ঘ ৮ বছরের প্রতীক্ষার অবসান এবার। আবার বড় পর্দায় জুটি বাঁধছেন আর মাধবন ও কঙ্গনা রানাওয়াত। ছবির নাম ‘থালাইভি’ (Thalaivi)। এই ছবি আসলে দক্ষিণের রাজনৈতিক নেত্রী জয়ললিতার (Jayalalita) বায়োপিক।

‘থালাইভি’ আসলে একটি সাইকোলজিক্যাল থ্রিলার (Thriller) গোত্রের সিনেমা। এই সাইকোলজিক্যাল থ্রিলার ছবির পরিচালক বিজয়। শুটিংয়ের প্রথম দিনের ছবি কঙ্গনা রানাওয়াত শেয়ার করেছেন তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে। ‘থালাইভি’র শুটের প্রথম দিনে শুভেচ্ছা জানাতে আসেন দক্ষিণের থালাইভা সুপারস্টার রজনীকান্ত। তবে নেটিজেনরা মাধবন ও কঙ্গনাকে ‘তনু ওয়েডস মনু’ র ৩য় সংস্করণেই দেখতে বেশি আগ্রহী।