AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ab Meri Baari: ফলের দোকানের সামান্য কর্মী থেকে আজ ১০০ জনের অন্নসংস্থান জোগান, TATA Ace-র সঙ্গে সন্তোষ বলছেন ‘অব মেরি বারি’

TATA Ace: ফলের দোকানের সাধারণ কর্মী থেকে B2B ফল সাপ্লাই উদ্যোগপতি হয়ে ওঠা, সন্তোষ শ্রীমালের যাত্রা উজ্জ্বল উদাহরণ যে সঠিক সঙ্গী পাশে থাকলে, কোথায় পৌছানো যায়।

| Updated on: Jul 23, 2025 | 8:03 PM
Share

বেঙ্গালুরু: স্বপ্ন ছিল ভাল, উন্নত জীবনের। দু’চোখে সেই স্বপ্ন নিয়েই, কয়েক বছর আগে নিজের শহর ছেড়ে বেঙ্গালুরু এসেছিলেন সন্তোষ শ্রীমালে। পকেটে ছিল না টাকা, শুধু মনের জোরকে সম্বল করেই নিজের স্বপ্নের দিকে পথ চলা শুরু করেছিলেন। কাজ শুরু করেন একটি ফলের দোকানে। সেখান থেকেই অভিজ্ঞতা তৈরি হয়েছিল বি২বি ফল সাপ্লাই ইন্ডাস্ট্রির।

২০১২ সালে সন্তোষ বহু কষ্টে টাকা জমিয়ে কিনেছিলেন একটি টাটা এস (Tata Ace) গাড়ি। নির্ভরযোগ্য এই সঙ্গীকে নিয়েই তিনি নিজের ফল সরবরাহের ব্যবসা শুরু করেন। তাঁর অদম্য ইচ্ছাশক্তিই জীবনে আরও বড় ধাপের ভিত হয়ে উঠেছিল।

২০১৭ সালে তিনি তৈরি করেন সাই ফার্মাকালচার প্রাইভেট লিমিটেড। এটাই তাঁর জীবনের বড় মোড় ছিল। তখন থেকেই শুরু হয়েছিল নতুন যাত্রা। বলেছিলেন ‘অব মেরি বারি’।

আজ ৮ বছর বাদে সন্তোষের কাছে রয়েছে ৭০টি টাটা এস গাড়ি। বেঙ্গালুরু জুড়ে তিনি ফল সরবরাহ করেন। আইটিসি, বিগ বাস্কেট, ব্লিঙ্কিটের মতো সংস্থার সঙ্গে কাজ করেন। তাঁর সংস্থায় কাজ করেন ১০০-রও বেশি কর্মী।

দারিদ্রতা থেকে সাফল্য-উন্নতি, সন্তোষের কাহিনি অন্যতম উদাহরণ যে কঠোর পরিশ্রমের ফলাফলের। টাটা এসের উপরে আস্থা আজকের নতুন উদ্যোগপতিদের আসল সঙ্গী হয়ে উঠেছে।