Pakistan Terrorism News:২০২৩য়ে আবার বাড়ল আত্মঘাতী হামলা

Pakistan Terrorism News:২০২৩য়ে আবার বাড়ল আত্মঘাতী হামলা

rahul Sadhukhan

|

Updated on: Dec 27, 2023 | 3:09 PM

২০১৪ সালের পর আবার পাকিস্তানে বাড়ল আত্মঘাতী হামলার সংখ্যা। ২০২২ র তুলনায় ২০২৩ এ আত্মঘাতী হামলা বেড়েছে ৯৩%। সেই হামলায় মৃতের সংখ্যা বেড়েছে ২২৬% । কেন এই পরিস্থিতি?

আন্তর্জাতিক রাজনীতিতে জঙ্গি হামলা ঘটানোর দায়ে বারেবারে অভিযুক্ত হয়েছে পাকিস্তান। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও আর্থিক অবস্থা ক্রমশ খারাপ হয়ে চলেছে। তারই মধ্যে মড়ার ওপরে খাঁড়ার ঘা।

প্রকাশ পেয়েছে পাকিস্তান ইন্সটিটিউট ফর কনফ্লিক্ট এন্ড সিকিউরিটি স্টাডিজের একটি রিপোর্ট। পাক সংবাদমাধ্যম ডন নিউজ প্রকাশ করেছে সেই রিপোর্ট। রিপোর্ট অনুযায়ী শেষ দশকের মধ্যে ২০২৩ এ পাকিস্তানে আত্মঘাতী হামলার সংখ্যা সবচেয়ে বেশি।

ডন নিউজে প্রকাশিত ওই রিপোর্টে আরও বলা হয়েছে। ২০২২ এ পাকিস্তানে আত্মঘাতী হামলা হয় ৩.৯%। ২০২৩ এ আত্মঘাতী হামলা বাড়ে ৪.৭%।২০২৩ এ ২৯টি জঙ্গি হামলা হয় পাকিস্তানে। এই হামলাগুলিতে মৃত ৩২৯ জন ও আহত হয় ৫৮২ জন। মৃতদের ৪৮% ও আহতদের ৫৮% ই সুরক্ষার বিভিন্ন দায়িত্বে নিযুক্ত ব্যক্তি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ২৩টি হামলায় মারা গেছেন ২৫৪ জন। আহত ৫১২ জন।

 

খাইবার পাখতুনখোয়া প্রদেশের নতুন আদিবাসী অধ্যুষিত অঞ্চল- ফেডারেল অ্যাডমিনিস্ট্রেটেড ট্রাইবাল এরিয়াজ বা ফাটা য় বেড়েছে আত্মঘাতী হানা।আত্মঘাতী হামলার নিরিখে অশান্ত পাকিস্তান এর আগের দশকে কেমন ছিল? ২০১৩র পর এই পরিসংখ্যান সর্বাধিক। ২০১৩তে ৪৭টি আত্মঘাতী হামলায় মারা যান ৬৮৩ জন। ২০১৪র পর সর্বাধিক আত্মঘাতী হামলা। ২০১৪ এ সুইসাইড অ্যাটাকের সংখ্যা ৩০। ২০১৯ এ আত্মঘাতী হামলার ঘটনা ৩। ২০২০ ও ২০২১ এ ৪টি করে আত্মঘাতী হামলা হয়।