TET Scam News: মানিক ভট্টাচার্যের 'বন্ধু' RK, DD, কারা এরা?

TET Scam News: মানিক ভট্টাচার্যের ‘বন্ধু’ RK, DD, কারা এরা?

আসাদ মল্লিক

|

Updated on: Oct 11, 2022 | 6:48 PM

Manik Bhattacharya: তালিকা অনুমোদন করেছে DD, RK-কে এমনই তথ্য জানিয়েছেন মানিক, ইডি সূত্রে খবর এমনই। কোন তালিকা?

কলকাতা: বাজেয়াপ্ত হল মানিক ভট্টাচার্যের মুঠোফোন। আর সেখানেই নাকি মিলেছে রহস্যজনক তথ্য। সূত্রের খবর, মানিকের ফোন ঘাঁটতে গিয়ে হোয়াটসঅ্যাপ খুলতেই চমকে গিয়েছেন আধিকারিকরা। RK নামক একজনকে মানিক জানিয়েছেন, ‘তালিকা নিশ্চিত হয়ে গিয়েছে।’ কোন তালিকা সম্পর্কে কথা বলেছিলেন মানিক?

তালিকা অনুমোদন করেছে DD, RK-কে এমনই তথ্য জানিয়েছেন মানিক, ইডি সূত্রে খবর এমনই। কোন তালিকা? কোন নিয়োগ সংক্রান্ত তথ্য RK-কে জানিয়েছিলেন মানিক? RK, DD কাদের নাম? মোবাইল বাজেয়াপ্ত হওয়ার পরই দানা বাঁধছে এমনই একাধিক প্রশ্ন। তালিকার ক্ষেত্রে কোন রহস্যজনক ব্যক্তিকে এভাবে তথ্য পাঠাতে পারেন দায়িত্বপ্রাপ্ত পর্ষদ সভাপতি? উঠছে প্রশ্ন। টেট দুর্নীতি আর সেই দুর্নীতির তদন্তে অসহযোগিতায় ইতিমধ্যেই ইডির হাতে গ্রেফতার মানিক ভট্টাচার্য। এমতাবস্থায় ‘তালিকা’ বলতে দুর্নীতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের নামের তালিকাই বুঝছেন গোয়েন্দারা, খবর ইডি সূত্রে।