Baloon Ride: বেলুন রাইড বদলে গেল মৃত্যুতে
হট এয়ার বেলুন অ্য়াডভেঞ্চারে সওয়ার হয়েছিলেন একটি পরিবার। মাঝ আকাশে হঠাৎই সেই বেলুনে আগুন ধরে যায়। দুর্ঘটনা আঁচ করে বেলুন থেকে ঝাঁপ দেন যাত্রীরা। এই দুর্ঘটনায় দু’জনের মৃত্য়ু হয়েছে।
হট এয়ার বেলুন অ্য়াডভেঞ্চারে সওয়ার হয়েছিলেন একটি পরিবার। মাঝ আকাশে হঠাৎই সেই বেলুনে আগুন ধরে যায়। দুর্ঘটনা আঁচ করে বেলুন থেকে ঝাঁপ দেন যাত্রীরা। এই দুর্ঘটনায় দু’জনের মৃত্য়ু হয়েছে। ওই দম্পতির মেয়ে গুরুতর আহত । মেক্সিকো সিটির তেওতিয়াকান আর্কিওলজিক্যাল সাইটের কাছে এই ঘটনা ঘটে। এপ্রিলের প্রথম দিন সকালে তেওতিয়াকানে হট এয়ার বেলুনে আগুন ধরে । স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে হট এয়ার বেলুন দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। একজন ৩৯ বছর বয়সী এক মহিলা এবং অপর জন ৫০ বছর বয়সী ব্যক্তি। তাঁদের ১৩ বছরের মেয়ে রেজিনা এই ঘটনায় আহত হয়েছেন। সেকেন্ড ডিগ্রি বার্ন নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন সে। তার মুখ ঝলসে গিয়েছে হাতও ভেঙে গিয়েছে । জানা গেছে বেলুন রাইডটি রেজিনা ও তার বাবার তরফে মায়ের জন্মদিনে সারপ্রাইজ ছিল। রাইডের বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না মহিলা। জন্মদিনের এই চমকপ্রদ উপহার পেতে গিয়ে মৃত্যু হল মহিলার। ঘটনার মুহূর্তের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে দেওয়া হয়। মেক্সিকো সিটির তেওতিয়াকানে ৭০ কিলোমিটার বেলুন ফ্লাইটে ১৫০ ডলার খরচ হয় ।