Nepal-Bhutan Tour: দেশীয় মুদ্রাতেই বিদেশ ভ্রমণ
যাঁদের পায়ের তলায় সর্ষে, তাঁদের ভালই জানা বেড়ানোর খরচ। বেড়াতে যাওয়া মানেই তো খরচ। থাকা, খাওয়া, ঘোরা, শপিং... বেশ ভাল টাকার ধাক্কা। গন্তব্য যদি এমন হয় যেখানে ঘোরাও হবে, আবার পকেটও বাঁচবে! হদিশ রইল তেমনই কিছু স্পটের।
যাঁদের পায়ের তলায় সর্ষে, তাঁদের ভালই জানা বেড়ানোর খরচ। বেড়াতে যাওয়া মানেই তো খরচ। থাকা, খাওয়া, ঘোরা, শপিং… বেশ ভাল টাকার ধাক্কা।
গন্তব্য যদি এমন হয় যেখানে ঘোরাও হবে, আবার পকেটও বাঁচবে! হদিশ রইল তেমনই কিছু স্পটের । পকেট বাঁচাতে আপনার ভরসা হতে পারে নেপাল ও ভুটান। এই দুই দেশে ভারতীয় মুদ্রা দিব্যি চলে । ভারতের প্রতিবেশী দেশ ভুটান। এক দিকে হিমালয়ের দিগন্ত বিস্তৃত সুন্দর রূপ আর অন্য দিকে আধ্যাত্মিকতা, ভুটানের আকর্ষণ। সোনালি ধানখেত, ঝিরঝির করে বয়ে যাওয়া নদী, বৌদ্ধ মঠ ভুটানকে করে তুলেছে অনন্য। বাজেট ৩৫ থেকে ৪০ হাজার টাকা। ভুটানে অবশ্যই দেখবেন পুনাখা ডিজং, পারো তক্তসাং মঠ, ও বুদ্ধ ডোরডেনমা। বেড়ানোর তালিকায় অবশ্যই রাখতে হবে থিম্পু, জং পারো জং, রিনপুং, জাতীয় জাদুঘর । নেপালেও ভারতীয় মুদ্রা ব্যবহার করার অনুমতি আছে । আরবিআই এর নিয়মে পর্যটকরা এখানে ১০০ টাকার নোট যত খুশি ব্যবহার করতে পারেন । ২০০ ও ৫০০ টাকার নোট মিলিয়ে মোট ২৫,০০০ টাকা নিয়ে যাওয়ার অনুমতি আছে নেপালে। প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা নেপালে গেলে আপনাকে অবশ্য়ই যেতে হবে পোখরা ও কাঠমাণ্ডুতে । ঘুরে আসুন লাংতাং জাতীয় অভয়ারণ্যে। সবুজে ঢাকা এই পাহাড়ি অভয়ারণ্য়ে মিলবে চোখের আরাম। এছাড়াও রয়েছে ছোট-ছোট সুন্দর গ্রাম। এবারের গরমের ছুটিতে আপনার ট্রাভেল লিস্টে রাখুন নেপাল কিংবা ভুটান ।