Viral Video: দুষ্কৃতীদের মাঝে প্রেমিকাকে ফেলে পালাল প্রেমিক
একটি মেয়ে তার প্রেমিকের সঙ্গে রাতের বেলা নির্জন রাস্তায় হাঁটছে। এমন সময় দু’জন দুষ্কৃতী আসে। ছেলেটি দুষ্কৃতীদের হাতে বন্দুক দেখেই সেখান থেকে চম্পট দেয়। প্রেমিকা পড়ে থাকে ওই ভয়ঙ্কর বিপদের মধ্য়ে। দুষ্কৃতীরা মেয়েটিকে ধরে ফেলে। মেয়েটির কাছ থেকে সব লুট করে পালিয়ে যায়। সেই সময়ও বেপাত্তা প্রেমিক।
প্রেমিক তার প্রেমিকাকে মাঝরাস্তায় বিপদে ফেলে পালাচ্ছে! একবার পিছন ফিরেও দেখছে না কাছের মানুষটা কতটা বিপদে। ভিডিয়োটি ভাইরাল হতেই তীব্র ধিক্কার জানাচ্ছে নেটিজেনরা। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি মেয়ে তার প্রেমিকের সঙ্গে রাতের বেলা নির্জন রাস্তায় হাঁটছে। এমন সময় দু’জন দুষ্কৃতী আসে। ছেলেটি দুষ্কৃতীদের হাতে বন্দুক দেখেই সেখান থেকে চম্পট দেয়। প্রেমিকা পড়ে থাকে ওই ভয়ঙ্কর বিপদের মধ্য়ে। দুষ্কৃতীরা মেয়েটিকে ধরে ফেলে। মেয়েটির কাছ থেকে সব লুট করে পালিয়ে যায়। সেই সময়ও বেপাত্তা প্রেমিক। ভিডিয়োটি টুইটারে ‘@TheFigen’ নামের একটি অ্যাকাউন্টে শেয়ার হয়েছে। তারপরই ঝড়ের বেগে ভাইরাল এই ভিডিয়ো। অনেকে কমেন্টও করেছেন। কেউ বলেছেন, ‘এই পরিস্থিতিতে তাকে ছেড়ে চলে গেল প্রেমিক, মেয়েটির এবার বোঝা উচিত, সে কার সঙ্গে সম্পর্কে ছিল’ । আর একজন লিখেছেন, ‘বর্তমানে আর কাউকে বিশ্বাস করা যায় না’।