Arambagh News: রবিসন স্ট্রিটের ছায়া এবার আরামবাগে

Arambagh News: রবিসন স্ট্রিটের ছায়া এবার আরামবাগে

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jul 05, 2023 | 10:21 PM

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌরহাটি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামবাজার এলাকায়। মৃত মেয়ের নাম মাধুরী দত্ত। বয়স প্রায় ৫৮ বছর। একই ঘরে মা ও মেয়ে থাকতেন। বৃদ্ধার অন্য দুই ছেলে আলাদা বাড়িতে থাকতেন। মেয়ে মাধুরী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তা সত্ত্বেও তিনি মা ও তাঁর নিজের জন্য রান্নাবান্না করতেন

একেবারে মর্মান্তিক ঘটনা। মৃত মেয়ের পাশে তিন চারদিন ধরে কাটিয়ে দিলেন মা । অথচ অশীতিপর বৃদ্ধা মা বুঝতেই পারলেন  না মেয়ে মারা গেছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌরহাটি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামবাজার এলাকায়। মৃত মেয়ের নাম মাধুরী দত্ত। বয়স প্রায় ৫৮ বছর। একই ঘরে মা ও মেয়ে থাকতেন। বৃদ্ধার অন্য দুই ছেলে আলাদা বাড়িতে থাকতেন। মেয়ে মাধুরী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তা সত্ত্বেও তিনি মা ও তাঁর নিজের জন্য রান্নাবান্না করতেন। বৃদ্ধা মা গীতা দত্ত কথা বলতে পারলেও তেমন মানসিক ও শারীরিক সক্ষমতা ছিল না। তাই মেয়ে মারা গেলেও তিনি বুঝে উঠতে পারেননি। মঙ্গলবার বিকেলে হঠাৎই প্রতিবেশীরা তীব্র দুর্গন্ধ অনুভব করেন। তখনই তাঁরা বাড়ির ভিতর ঢুকে দেখেন বৃদ্ধা মায়ের পাশেই মেয়ের পচা গলা মৃতদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ। তারাই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।