Win TMC Candidate Party At Rajganj News: জয় ২৪ ভোটে, খাওয়ালেন ২৫০০!

Win TMC Candidate Party At Rajganj News: জয় ২৪ ভোটে, খাওয়ালেন ২৫০০!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 25, 2023 | 3:40 PM

নেত্রীর নির্দেশ বিজয় মিছিল করা যাবে না। তাই দলীয় নির্দেশে অমান্য না করে গ্রামবাসীদের নিয়ে মহা ভোজের আয়োজন করলেন সন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের নব নির্বাচিত তৃনমূল সদস্য রুস্তম আলী। এই ঘটনায় শোরগোল পড়ে গেছে রাজগঞ্জে।

নেত্রীর নির্দেশ বিজয় মিছিল করা যাবে না। তাই দলীয় নির্দেশে অমান্য না করে গ্রামবাসীদের নিয়ে মহা ভোজের আয়োজন করলেন সন্যাসীকাটা গ্রামপঞ্চায়েতের নব নির্বাচিত তৃনমূল সদস্য রুস্তম আলী। এই ঘটনায় শোরগোল পড়ে গেছে রাজগঞ্জে। এবারের পঞ্চায়েত নির্বাচনে রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীরা গ্রাম পঞ্চায়েতের ১১৫ নম্বর বুথ থেকে তৃণমূলের হয়ে লড়াই করেন রুস্তম আলী। ভোটে জোট প্রার্থীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়। কিন্তু রুস্তম আলী ২৪ ভোটে জয়ী হন।রাজনৈতিক জীবনে এবারই প্রথম ভোটে দাঁড়িয়ে লড়াই করে জিতেছেন রুস্তম আলী। তাই খুব স্বাভাবিক ভাবেই খুশি তিনি।সোমবার রাতে রাজগঞ্জের সন্যাসীকাটা গ্রামপঞ্চায়েত দপ্তরের কাছে একটি মাঠে বিরাট আকারের প্যান্ডেল বানিয়ে ছিলেন। যেখানে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের জন্য দুটি আলাদা প্যান্ডেল করা হয়।আর এখানেই সোমবার রাতে পাত পাড়লেন আড়াই হাজারের বেশি মানুষ। এদিন এলাকায় গিয়ে দেখা গেল দলে দলে গ্রামের মানুষেরা আসছেন। খাবারের মেনুতে ছিল ডাল, ভাত, মাছ, মাংস, চাটনি সহ আরো অন্যান্য মেনু। খাবার পরিবেশন করছেন গ্রামের মানুষেরা। ব্যাপক উৎসাহ দেখা গেল এদিন এই অনুষ্ঠানে। মহম্মদ আমিন হোসেন নামে এক গ্রামবাসী জানালেন আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে খুব আনন্দ হচ্ছে। আমরা সকলে মিলে খুব আনন্দ করে খাওয়া দাওয়া সারলাম। রুস্তম আলী বলেন গ্রামের মানুষ আমাকে ভোট দিয়েছে। আমাদের এখানে প্রায় ১১২০ জন ভোটার রয়েছে। কিন্তু আমি গ্রামের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। সবাই এসেছে। আমরা সকলে মিলে খুব আনন্দ করলাম।

Published on: Jul 25, 2023 03:39 PM