Coromandel Express Accident: মৃত্যুর মুখ থেকে ফিরলেন সালারের শ্রমিকরা

মুর্শিদাবাদ জেলাতে গড়ে ওঠেনি সেই ভাবে শিল্প ও বাণিজ্য ।তাই মুর্শিদাবাদের বহু শ্রমিককে যেতে হয় কাজের সন্ধানে ভীন রাজ্যে ।কেরালা কাজে যাওয়ার পথেই মৃত্যুর মুখ থেকে ফিরে এল মুর্শিদাবাদের সালারের তালিবপুরের পাঁচজন শ্রমিক। শুক্রবার মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত তালিবপুর থেকে ৬ জন পরিযায়ী শ্রমিক কেরালা যাচ্ছিলেন কাজের জন্য। তারা শালিমার রেলস্টেশন থেকে করমন্ডল এক্সপ্রেসে উঠেছিলেন

Coromandel Express Accident: মৃত্যুর মুখ থেকে ফিরলেন সালারের শ্রমিকরা
| Edited By: | Updated on: Jun 03, 2023 | 4:55 PM

তাঁরা যে কামরায় ছিলেন সেই কামরার অর্ধেক দুর্ঘটনায় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ট্রেনে থাকলেও কোনক্রমে তাঁরা প্রাণে বেঁচে যান। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন সালারের শ্রমিকরা। জানালেন বীভৎস কাহিনির কথা। মুর্শিদাবাদ জেলাতে গড়ে ওঠেনি সেই ভাবে শিল্প ও বাণিজ্য ।তাই মুর্শিদাবাদের বহু শ্রমিককে যেতে হয় কাজের সন্ধানে ভীন রাজ্যে ।কেরালা কাজে যাওয়ার পথেই মৃত্যুর মুখ থেকে ফিরে এল মুর্শিদাবাদের সালারের তালিবপুরের পাঁচজন শ্রমিক। শুক্রবার মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত তালিবপুর থেকে ৬ জন পরিযায়ী শ্রমিক কেরালা যাচ্ছিলেন কাজের জন্য। তারা শালিমার রেলস্টেশন থেকে করমন্ডল এক্সপ্রেসে উঠেছিলেন। এরপরই ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে এবং সেই দুর্ঘটনার ভয়াবহতা কতটা তা তারা স্বচক্ষে দেখেন। ওই ট্রেনে থাকা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের তরফ থেকে জানানো হয়েছে, হঠাৎ বিকট আওয়াজ তারপরেই সব ভেঙ্গে চুরমার। তারা যে কামরায় ছিলেন সেই কামরার অর্ধেক দুর্ঘটনায় ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই তারা দেখতে পাচ্ছেন মৃতদেহ। কারো হাত পা ভেঙ্গে গিয়েছে অথবা কেটে পড়ে গিয়েছে, আবার কারো মাথার খুলি বেড়িয়ে চলে গিয়েছে। তবে এই ট্রেনে থাকলেও কোনক্রমে তারা প্রাণে বেঁচে যান।

Follow Us: