Coromadel Express Accident: একটা দুর্ঘটনা, ২ ছবি

Coromadel Express Accident: একটা দুর্ঘটনা, ২ ছবি

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 03, 2023 | 5:34 PM

ময়নাগুড়ি মাধব ডাঙা ১ নং গ্রামপঞ্চায়েতের বাসিন্দা বছর ৩৪ এর শৈলেন রায় এবং অপর একজন বছর ৩৩ এর তরুন রায়।এরা দুজনেই পেশায় ড্রাইভার। তামিলনাড়ুর এক কোম্পানিতে গাড়ি চালাবার চাকরি পেয়ে এরা দুজনেই গত বৃহস্পতিবার ময়নাগুড়ি থেকে রওনা দিয়ে শুক্রবার হাওড়ায় পৌঁছে সেখান থেকে করমন্ডল এক্সপ্রেস চেপে তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন

করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ময়নাগুড়ির দুই পরিবারে দুই ছবি ধরা পড়লো। এক পরিবার ফোনে যোগাযোগ করে আশ্বস্ত হোলো যে তিনি অন্তত বেঁচে আছেন। অপর একজনের মোবাইল সুইচ অফ। সাথে থাকা জামাইবাবু জানাচ্ছেন তার শ্যালক নিখোঁজ। ময়নাগুড়ি মাধব ডাঙা ১ নং গ্রামপঞ্চায়েতের বাসিন্দা বছর ৩৪ এর শৈলেন রায় এবং অপর একজন বছর ৩৩ এর তরুন রায়।এরা দুজনেই পেশায় ড্রাইভার। তামিলনাড়ুর এক কোম্পানিতে গাড়ি চালাবার চাকরি পেয়ে এরা দুজনেই গত বৃহস্পতিবার ময়নাগুড়ি থেকে রওনা দিয়ে শুক্রবার হাওড়ায় পৌঁছে সেখান থেকে করমন্ডল এক্সপ্রেস চেপে তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।পথে ট্রেন দুর্ঘটনা হয়। খবর জানতে পেরে পরিবার রাতেই টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু কোনভাবে যোগাযোগ করতে পারেনি। শনিবার সকালে ফের ফোনে যোগাযোগ করলে শৈলেন রায়ের সাথে যোগাযোগ করা গেলে পরিবার জানতে পারে দুর্ঘটনায় উনি আহত হয়ে হাসপাতালে ভর্তী আছেন। তরন রায়ের সুইচ অফ থাকায় তার সাথে যোগাযোগ করা যায়নি। কিন্তু তরুন রায়ের সাথে ছিলেন ট্রেনে ছিলেন তার গ্রামের জামাইবাবু শৈলেন রায়। তিনি পরিবারকে জানিয়েছেন তরুন নিখোঁজ।