Coromandel Express Accident: যাচ্ছিলেন ছেলের কাছে, ফিরলেন কোনওমতে
এ-২ কোচের যাত্রী ছিলেন উত্তরপাড়া ধানকল গলির বাসিন্দা দম্পতি দেবাশিষ দত্ত ও বনশ্রী দত্ত।ছেলে নিলিমেশ চেন্নাই এ কর্মরত।ছেলের কাছে যাচ্ছিলেন দম্পতি। দেবাশিষ বাবু প্রাক্তন রেল কর্মি।তিনি জানান,পিছন দিক থেকে তিন নম্বর বগি সামনে থেকে কুড়ি নম্বর এ-২ এসি বগিতে ছিলেন তারা।সাতটা নাগাদ দূর্ঘটনা ঘটে।তার আগে ট্রেন শেষ দাঁড়িয়েছিল বালাসোর স্টেশনে
ট্রেনের কুড়িটা বগি লাইন চ্যুত,সামনের দিকের বগি গুলো একটি অপরের উপর উঠে গেছে,চারিদিকে হাহাকার আর কান্না,মৃত্যু দূত করমন্ডল এক্সপ্রেসের পিছনের দিকে কুড়ি নম্বর বগিতে থাকায় বেঁচে ফিরলেন উত্তরপাড়ার দম্পতি।এ-২ কোচের যাত্রী ছিলেন উত্তরপাড়া ধানকল গলির বাসিন্দা দম্পতি দেবাশিষ দত্ত ও বনশ্রী দত্ত।ছেলে নিলিমেশ চেন্নাই এ কর্মরত।ছেলের কাছে যাচ্ছিলেন দম্পতি। দেবাশিষ বাবু প্রাক্তন রেল কর্মি।তিনি জানান,পিছন দিক থেকে তিন নম্বর বগি সামনে থেকে কুড়ি নম্বর এ-২ এসি বগিতে ছিলেন তারা।সাতটা নাগাদ দূর্ঘটনা ঘটে।তার আগে ট্রেন শেষ দাঁড়িয়েছিল বালাসোর স্টেশনে।দুর্ঘটনাস্থল বালাসোর থেকে ২৫ কিমি দূরে।হঠাৎ প্রচন্ড শব্দ ঝাঁকুনি দিয়ে ট্রেনের চাকা রেল ট্রাক থেকে নেমে কংক্রিট স্লিপারের উপর দিয়ে যেতে শুরু করে।ট্রেনের কামরার ভিতর তখন পরিত্রাহি চিৎকার।পাওয়ার অফ হয়ে যায়।ট্রেন থামতেই স্ত্রীকে নিয়ে নেমে পরেন দেবাশিষ বাবু।অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না।বুঝতে পারেন খুব বড় মাপের দূর্ঘটনা ঘটে গেছে।আর কপাল জোরে তারা বেঁচে গেছেন।দূর্ঘটনাস্থল থেকে কিছুটা হেঁটে একটি রেল গেট দেখতে পান।সেখান থেকে ছোটো রাস্তা ছেড়ে আরো এক কিমি হেঁটে হাইরোডে পৌঁছে একটা বাস পেয়ে যান।সেই বাসে করে কলকাতা বাবুঘাটে ভোর পাঁচটায় তারপর উত্তরপাড়া। বনশ্রী দত্ত বলেন,একটা দুঃস্বপ্নের রাত, আমি যে বেঁচে আছি সেটাই অবাক লাগছে।ট্রেন দুর্ঘটনার পর দেখলাম আগুন ছুটেছে ট্রেনের তলা দিয়ে।থামার পর গেট খুলে নামতে যাব দেখি নামার পাদানি নেই।রেল লাইন উপরে উঠে গেছে।কিছুক্ষন পর স্থানীয়রা আসে রেসকিউ টিম অ্যাম্বুলেন্স আসে। ঝোপ ঝাড় মাঠ পেরিয়ে বাসে উঠি।স্থানীয়রা সাহায্য করেছে জল দিয়েছে লাগেজ নিয়ে যেতে সাহায্য করেছে।তবে এখনো সেই দুঃস্বপ্ন কাটছে না।