The Talltest Tree: বিশ্বের সবচেয়ে লম্বা গাছ!

The Talltest Tree: বিশ্বের সবচেয়ে লম্বা গাছ!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 29, 2023 | 6:13 PM

জানেন কি, বিশ্বের সব থেকে উঁচু গাছ কোনটি? গাছটির নাম হাইপরিয়ন। এই গাছটি আছে উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়াতে । গাছটির উচ্চতা প্রায় ১১৫.৮৫ মিটার। কুতুব মিনার বা স্ট্যাচু অফ লিবার্টিকে এই গাছের কাছে লিলিপুট। হাইপরিয়ন গাছটি বিশ্ব রেকর্ড করেছে উচ্চতার কারণে।

জানেন কি, বিশ্বের সব থেকে উঁচু গাছ কোনটি? গাছটির নাম হাইপরিয়ন। এই গাছটি আছে উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়াতে । গাছটির উচ্চতা প্রায় ১১৫.৮৫ মিটার। কুতুব মিনার বা স্ট্যাচু অফ লিবার্টিকে এই গাছের কাছে লিলিপুট। হাইপরিয়ন গাছটি বিশ্ব রেকর্ড করেছে উচ্চতার কারণে।
ন্যাশনাল পার্কে হাইপরিয়ন গাছটি অনেক দূর থেকে দেখা যায়। এই গাছের কাছে ঘোরাফেরা করলে, হতে পারে ৬ মাসের জেল। জরিমানা হতে পারে ৪ লক্ষ টাকা। হাইপরিয়ন গাছটির মূল আনেক গভীরে পর্যন্ত আছে। এই গাছের কোনও শাখা-প্রশাখা নেই। এক দম্পতি ২০০৬ সালে এই গাছটি আবিষ্কার করেন। একটি গাছ ১ বছরে কার্বন ডাই অক্সাইড শোষণ করে প্রায় ২০ টন । সারা বছরে একটি গাছ ধূলিকণা শোষণ করতে পারে প্রায় ২০ কেজি। একটি গাছ ১ বছরে অক্সিজেন দিতে পারে প্রায় ৭০০ কেজি।