Jalpesh: তীর্থক্ষেত্র যাওয়ার পথে চুরি!

Jalpesh: তীর্থক্ষেত্র যাওয়ার পথে চুরি!

TV9 Bangla Digital

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Jul 24, 2023 | 6:40 PM

Jalpesh: জল্পেশ মন্দিরে যেতে গিয়ে একসাথে ১১ টি এনড্রয়েড মোবাইল খোয়ালেন একদল ভক্ত।জানা গেছ এরা সবাই জলপাইগুড়ির বাসিন্দা।

জল্পেশ মন্দিরে যেতে গিয়ে একসাথে ১১ টি এনড্রয়েড মোবাইল খোয়ালেন একদল ভক্ত।জানা গেছ এরা সবাই জলপাইগুড়ির বাসিন্দা।

রবিবার রাতে এরা পিকাপ ভ্যান ভাড়া করে দল বেঁধে জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি জল্পেশ মন্দিরে যাচ্ছিলো।পথে তিস্তা ব্রিজ পার হয়ে এরা পিকাপ ভ্যান দাঁড় করিয়ে গাড়ির ঢ্যাশ বোর্ডে মোবাইল গুলি রেখে গাড়ি লক করে চালক সহ সকলে মিলে তিস্তা নদীতে স্নান করতে যায়। ফিরে এসে দেখে তাদের ১১ টি এনড্রয়েড মোবাইল গাড়ি থেকে উধাও। পুলিশের এতো আঁটোসাটো নিরাপত্তার মধ্যে এই ঘটনায় হতবাক হয়ে যান তারা।এরপর তারা বিষয়টি নিয়ে পুলিশের দারস্থ হয়েছেন।.

অপরদিকে এই খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান যুব তৃণমূলের সাধারন সম্পাদক অজয় সাহা। তিনি বলেন নিশ্চয়ই কোনও বড়সড় গ্যাং এখানে এসেছে।একসাথে ১১ টি মোবাইল চুরির ঘটনা আগে হয়নি। মুহূর্তে কয়েক লাখ টাকার মোবাইল খোয়া গেছে। আশাকরি পুলিশ তদন্ত নেমে মোবাইল ফোন গুলি খুজে বের করবে।

রাকেশ ঘোষ নামে এক পূর্নার্থী বলেন মন্দিরে যাওয়ার আগে তিস্তা নদীতে স্নান করতে আমরা সকলে মিলে যাই। এসে দেখি মোবাইল নেই কারও। সবার স্মার্ট ফোন ছিল।

ময়নাগুড়ি থানার আই সি তমাল দাস বলেন গাড়ি পার্কিং করার জন্য পুলিশের পক্ষ থেকে একটি নির্দিষ্ট জোন করা হয়েছে। সেখানে গাড়ি রাখলে হয়তো এই ঘটনা ঘটতো না। লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করা হবে।