Indian Railways: গোটা রাজ্যে আছে ১টি মাত্র স্টেশন

Indian Railways: গোটা রাজ্যে আছে ১টি মাত্র স্টেশন

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Dec 03, 2023 | 1:49 PM

Rail Station: রেলওয়ে দেশকে জোড়ে। ভারতে প্রতিদিন ৩ কোটি মানুষ ১১৫,০০০ কিলোমিটারের রেল নেটওয়ার্কে যাতায়াত করেন। বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতীয় রেল। রোজ কয়েক হাজার পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেন চলে দেশের ৭,৩৪৯ টি স্টেশন দিয়ে। জানেন কি দেশের কোন রাজ্যে আছে কেবলমাত্র একটি রেল স্টেশন?

রেলওয়ে দেশকে জোড়ে। ভারতে প্রতিদিন ৩ কোটি মানুষ ১১৫,০০০ কিলোমিটারের রেল নেটওয়ার্কে যাতায়াত করেন। বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতীয় রেল। রোজ কয়েক হাজার পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেন চলে দেশের ৭,৩৪৯ টি স্টেশন দিয়ে। জানেন কি দেশের কোন রাজ্যে আছে কেবলমাত্র একটি রেল স্টেশন? উত্তরপূর্ব ভারতের মিজোরাম।

এই রাজ্যের একমাত্র স্টেশনের নাম বইরবি। রেলের খাতায় স্টেশনের কোড BHRB । প্রায় ১৩ লক্ষ মিজোবাসীর যাতায়াতের ভরসা এই বইরবি রেল স্টেশন। যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন চলে এই স্টেশন দিয়ে। স্টেশনের নিকটবর্তী জংশন স্টেশন অসমের কাটাখাল। কাটাখাল থেকে বইরবি ৮৪ কিলোমিটার দূরে। স্টেশনে আছে ৩টি প্ল্যাটফর্ম। অতি সাধারণ এই স্টেশনে অত্যাধুনিক সুযোগ সুবিধা প্রায় ছিল না। ২০১৬এ স্টেশনের সংস্কার করে সুবিধা বাড়ানো হয়। স্টেশনটিও বড় করা হয়।