Difference Between Asthma & COPD: সিওপিডি আর হাঁপানি কি এক?
Health News: সিওপিডি বা ক্রনিক অবসট্রাক্টিভ পালমোনারি ডিজিজে হাঁপানির মতোই কিছু লক্ষণ দেখা যায়। সিওপিডি আক্রান্ত রোগীদের শ্বাস নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। ফুসফুস সংকুচিত হয়ে থাকে ফলে কার্বন-ডাই-অক্সাইড যুক্ত বাতাস শরীর থেকে বেরোতে অসুবিধে হয়। ফুসফুসের ক্ষুদ্রতম একক হল অ্যালভিওলাই। সিওপিডি রোগীদের ক্ষেত্রে শ্লেষ্মায় ভরে থাকে অ্যালভিওলাই।
সিওপিডি বা ক্রনিক অবসট্রাক্টিভ পালমোনারি ডিজিজে হাঁপানির মতোই কিছু লক্ষণ দেখা যায়। সিওপিডি আক্রান্ত রোগীদের শ্বাস নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। ফুসফুস সংকুচিত হয়ে থাকে ফলে কার্বন-ডাই-অক্সাইড যুক্ত বাতাস শরীর থেকে বেরোতে অসুবিধে হয়। ফুসফুসের ক্ষুদ্রতম একক হল অ্যালভিওলাই। সিওপিডি রোগীদের ক্ষেত্রে শ্লেষ্মায় ভরে থাকে অ্যালভিওলাই।
শ্বাসকষ্ট, কাশি ও প্রচুর পরিমাণে কফ জমতে থাকে বুকে। হাঁপানি থাকলেই যে সিওপিডি হবে তার কোনও মানে নেই। ধূমপানের ধোঁয়া ও বিভিন্ন বায়বীয় রাসায়নিক ফুসফুসের ব্রঙ্কিওলের ক্ষতি করে। ফুসফুসের মধ্যে বাতাস যাতায়াতের পথ ক্রমে সংকুচিত হতে থাকে। শ্বাসনালীর সংক্রমনে ওজন কমতে থাকে। সিওপিডির থেকে মনোরোগের সমস্যার তৈরি হয়। সিওপিডি আক্রান্তের অনেক সময়ে মানসিক চিকিৎসার প্রয়োজন। তাই দরকার রোগীর বাড়ির লোকজনকে বোঝানো ও তাদের পাশে থাকা।