মোবাইল কানেকশান কাটার ভুয়ো  কল

মোবাইল কানেকশান কাটার ভুয়ো কল

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Dec 03, 2023 | 2:20 PM

নতুন প্রতারণাচক্র নিয়ে মোবাইল ইউজারদের সতর্ক করল টিআরএআই। টেলিকম রেগুলেটরি অথরিটির নাম করে আসছে ভুয়ো কল। বলা হচ্ছে তাঁদের মোবাইল কানেকশন বিচ্ছিন হবে। জালিয়াতরা ট্রাই প্রতিনিধিদের নামে চালাচ্ছে জালিয়াতি।

নতুন প্রতারণাচক্র নিয়ে মোবাইল ইউজারদের সতর্ক করল টিআরএআই। টেলিকম রেগুলেটরি অথরিটির নাম করে আসছে ভুয়ো কল। বলা হচ্ছে তাঁদের মোবাইল কানেকশন বিচ্ছিন হবে। জালিয়াতরা ট্রাই প্রতিনিধিদের নামে চালাচ্ছে জালিয়াতি। এক প্রেস বিজ্ঞপ্তিতে TRAI বলছে সিম কার্ড জালিয়াতির জন্যই এরকম করছে জালিয়াতরা। স্ক্যামাররা মোবাইল ব্যবহারকারীদের Skype কলে যুক্ত হতে বলছে।

TRAI সতর্ক করছে কোনও সরকারি সংস্থা এভাবে কল করে মোবাইল কানেকশন বিচ্ছিন্ন করে না। জালিয়াতদের কলগুলি গুরুত্ব না দিতে বলছে TRAI । TRAI বলছে স্কাইপ কলে যুক্ত হলেই ফাঁস হবে ব্যক্তিগত তথ্য। নিমেষে জালিয়াতদের হাতে চলে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসওয়ার্ড ও ক্রেডিট কার্ড। স্কাইপ কল থেকে হুবহু TRAI এর মতো দেখতে একটি ভুয়ো ওয়েবসাইটে রিডাইরেক্ট হচ্ছে। এ বিষয়ে অভিযোগ করা যাবে টেলিকম সার্ভিস প্রোভাইডারে। চাইলে জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালেও অভিযোগ করা যায়।