ওয়েটিং লিস্ট আর থাকবে না রেলে
রেলওয়ে রিজার্ভেশনের ক্ষেত্রে ওয়েটিং লিস্ট তুলে দিচ্ছে ভারতীয় রেল। আগামী ৪-৫ বছরের মধ্যে রেলওয়ে রিজার্ভেশনে আসছে এই বদল। ওয়েটিং লিস্টের বদলে ট্রেনের চাহিদা পূরণের ভাবনা রেল কর্তৃপক্ষের।
রেলওয়ে রিজার্ভেশনের ক্ষেত্রে ওয়েটিং লিস্ট তুলে দিচ্ছে ভারতীয় রেল। আগামী ৪-৫ বছরের মধ্যে রেলওয়ে রিজার্ভেশনে আসছে এই বদল। ওয়েটিং লিস্টের বদলে ট্রেনের চাহিদা পূরণের ভাবনা রেল কর্তৃপক্ষের। ২০২৩ এপ্রিল থেকে ২০২৩ অক্টোবরে জেনারেল ও স্লিপার ক্লাসে ব্যাপক বেড়েছে যাত্রী সংখ্যা। গত বছরের তুলনায় প্রায় ৩৮ কোটি বেশি যাত্রী এই শ্রেণীতে ভ্রমণ করেছেন। গড় যাত্রী সংখ্যা বৃদ্ধি ৯৫.৩% ।
এসি কোচে যাত্রীসংখ্যা ৪.৭% পূরণ হয়েছে। ২০২৩ এপ্রিল থেকে ২০২৩ অক্টোবরে এসি কোচে ভ্রমণ করেন ১৮.২ কোটি যাত্রী। এসি কোচে গড় যাত্রী সংখ্যা বৃদ্ধি ৩.১ কোটি। স্লিপার ও জেনারেল কোচে ভ্রমণের প্রবণতা বাড়ায় ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত রেলের। একই সঙ্গে ট্রেনে স্লিপার ও জেনারেল কোচ বৃদ্ধিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা অতিমারির আগে যে সংখ্যক ট্রেন চলত তার থেকে ৫৬২টি বেশি ট্রেন চলে এখন প্রতিদিন। ট্রেনের সংখ্যা আরও বাড়লে আগামী ক বছরে আর ওয়েটিং লিস্টের প্রয়োজন হবে না।