Electric Shock Pen: এই পেনে ভয় পাবে  চোর-ডাকাতরা

Electric Shock Pen: এই পেনে ভয় পাবে চোর-ডাকাতরা

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 10, 2023 | 3:43 PM

এই পেনে একটি বোতাম থাকে। বোতাম টিপলেই শক দেওয়া যায়। কেউ আক্রমণ করলে,ইলেকট্রিক শক দিয়ে তাদের থেকে মুক্তি পাবেন। ই-কমার্সে পেয়ে যাবেন এই ইলেকট্রিক পেন। ইলেকট্রনিক্সের দোকানেও পেয়ে যাবেন এই ইলেকট্রিক পেন। দাম ১০০ টাকার মধ্যে।

আজকাল চুরি বা ডাকাতি বেড়েই চলেছে । ট্রেনে,বাসে, রাস্তায় বা বাড়িতে চুরির ঘটনা দেখা যায় প্রায়। চোর বা ডাকাতদের চুরি আটকানো যায় অনেক উপায়ে। সিসিটিভি ক্যামেরাতে শনাক্ত করা যায় চোরদের। বাজারে পেপার স্প্রে পাওয়া যায়। এই স্প্রে মহিলাদের শ্লীলতাহানি থেকে বাঁচতে পারে। এছাড়াও Electric Shock Pen পাওয়া যায়। এই ইলেকট্রিক শক পেনে থাকে একটি থ্রি সেল ব্যাটারি। এই পেনে একটি বোতাম থাকে। বোতাম টিপলেই শক দেওয়া যায়। কেউ আক্রমণ করলে,ইলেকট্রিক শক দিয়ে তাদের থেকে মুক্তি পাবেন। ই-কমার্সে পেয়ে যাবেন এই ইলেকট্রিক পেন। ইলেকট্রনিক্সের দোকানেও পেয়ে যাবেন এই ইলেকট্রিক পেন। দাম ১০০ টাকার মধ্যে। Ayra Crafts Electric Shock Pen এই পেনটি বেশ জনপ্রিয়। এই পেনটি পেয়ে যাবেন Amazon-এ । এই পেনটির দাম ১০০ টাকার মধ্যে। এই পেনের উপরের অংশে কাউকে সংস্পর্শ করলে সে ইলেকট্রিক শক খাবে।