Tiger On Leopard Viral Video: বাঘের তাড়ায় গাছে চিতাবাঘ

Tiger On Leopard Viral Video: বাঘের তাড়ায় গাছে চিতাবাঘ

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Mar 31, 2023 | 6:19 PM

Viral Video: একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে,একটি রয়েল বেঙ্গল টাইগার কিছু একটা লক্ষ্য় করে চিতাবাঘের দিকে ঝাঁপাবে বলে বসে রয়েছে। তারপরে আপনি দেখতে পাবেন যে,একটি চিতাবাঘের পিছনে সে দৌড়তে শুরু করেছে।

একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে,একটি রয়েল বেঙ্গল টাইগার কিছু একটা লক্ষ্য় করে চিতাবাঘের দিকে ঝাঁপাবে বলে বসে রয়েছে। তারপরে আপনি দেখতে পাবেন যে,একটি চিতাবাঘের পিছনে সে দৌড়তে শুরু করেছে। চিতাবাঘটিও সঙ্গে সঙ্গে দৌড়ে গাছের উপর উঠে পড়েছে। আপনার মনে হবে রয়্যাল বেঙ্গল টাইগারটি গাছে উঠতে পারে না। এমনকি আপনি মুহূর্তের মধ্য়ে দেখতে পাবেন যে,বাঘটিও গাছে উঠতে শুরু করেছে। চমকে গেলেন? ভাবছেন বাঘ আবার গাছে উঠতে পারে নাকি? তবে এর উত্তর ভিডিয়োটি দেখলে পেয়ে যাবেন। বাঘরাও গাছে উঠতে পারে,তবে তাদের ভারী শরীরের কারণে শুধুমাত্র একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্তই ওঠে। চিতাবাঘ গাছে উঠতে পারদর্শী। বাঘটি চেষ্টা করেও চিতাবাঘটিকে ধরতে পারল না। ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন IFS অফিসার সুশান্ত নন্দা। তিনি পোস্টের ক্যাপশনে লিখেছেন ‘বাঘের আধিপত্যে চিতাবাঘ কীভাবে বেঁচে থাকে। বাঘ সহজেই গাছে উঠতে পারে, তারা তাদের নখ দিয়ে গাছের গুঁড়ি ধরে রাখতে পারে এবং উপরে উঠতে পারে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের শরীরের ওজন বাড়ায়, বেশি উঁচুতে উঠতে পারে না’। এখনও পর্যন্ত ভিডিয়েটি ১৬ লাখেরও বেশি ভিউ পেয়েছে।