Foreign Stay: বিদেশে থাকার দুর্দান্ত সুযোগ

Foreign Stay: বিদেশে থাকার দুর্দান্ত সুযোগ

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 02, 2023 | 2:06 PM

বেশ কিছু দেশের সরকার ও কিছু প্রতিষ্ঠান সেই দেশে থাকার জন্য ভিসা ও টাকা পয়সা দেয়। গ্রিসের অ্যান্টিকিথেরায় ৫০ জনেরও কম লোকের বাস। গ্রিক দ্বীপে বসতি গড়ার ডাক দিয়েছে গ্রিক অর্থোডক্স চার্চ।

বেশ কিছু দেশের সরকার ও কিছু প্রতিষ্ঠান সেই দেশে থাকার জন্য ভিসা ও টাকা পয়সা দেয়। গ্রিসের অ্যান্টিকিথেরায় ৫০ জনেরও কম লোকের বাস। গ্রিক দ্বীপে বসতি গড়ার ডাক দিয়েছে গ্রিক অর্থোডক্স চার্চ। অ্যান্টিকিথেরা দ্বীপে ৩ বছরে চার্চ দেবে ৪৫,২৪১ টাকার মাসিক বৃত্তি। স্টার্ট আপ প্রোগ্রামে ৪১,৫৬,৬২২ ডলার ও ১ বছরের ভিসা দিচ্ছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডে বসবাস ও কাজের সুযোগও পাবেন আবেদনকারী। গবেষক ছাত্রদের ১ বছরের ভিসা ও ৮,৩১,৩২৪ টাকা দিচ্ছে ইতালি। জনবিরল শহর ক্যান্ডেলায় বসতি স্থাপনে আগ্রহী এক পরিবারের ৪ জনকে ফান্ড দিচ্ছে ইতালি। আবেদনকারীকে ৬৬,৫০৫ টাকা ও পরিবারের সদস্যদের ১,৬৬,২৬৪ টাকা। সুইৎজারল্যান্ডের আলবিনেনের জনসংখ্যা ২৫০। এখানের স্থায়ী বাসিন্দা হতে আগ্রহী হলে প্রাপ্তবয়স্ককে ২৩,৬৩,০৯৮ টাকা ও শিশুদের ৯,৪৫,২৩৯ টাকা দেবে সুইৎজারল্যান্ড। স্টার্টআপ ভিসা প্রোগ্রাম চালু করেছে পর্তুগাল। এই প্রোগ্রামে ৪১,৫৬,৮২৫ ডলার ও ভিসা দেবে পর্তুগাল। রেড-হোয়াইট-রেড কার্ড প্রোগ্রামে ৪১,৫৬,৮২৫ টাকা ফান্ডিং ও ১ বছরের ভিসা দিচ্ছে অস্ট্রিয়া। স্টার্ট-আপ ডেনমার্ক প্রোগ্রামে ব্যবসার জন্য ৪১,৫৬,৮২৫ টাকা ও ১ বছরের ভিসা দেবে। স্পেনের পোঙ্গায় এন্টারপ্রেনিওর ভিসা প্রোগ্রামে ৫০,০০০ ডলার ও ১ বছরের ভিসা দেওয়া হয়।