Train Fuel Cost: কত মাইলেজ ট্রেনের?
কত মাইলেজ ট্রেনের? কখনও ভেবেছেন প্যাসেঞ্জার বা এক্সপ্রেস ট্রেন চালাতে কত ডিজেল তেল লাগে। ১ কিলোমিটার পথ পাড়ি দিতে কত লিটার তেল পোড়ে। প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ বেশি তাই বারবার অ্যাক্সিলারেশন ও ব্রেকিং করতে হয়।
কত মাইলেজ ট্রেনের? কখনও ভেবেছেন প্যাসেঞ্জার বা এক্সপ্রেস ট্রেন চালাতে কত ডিজেল তেল লাগে। ১ কিলোমিটার পথ পাড়ি দিতে কত লিটার তেল পোড়ে। প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ বেশি তাই বারবার অ্যাক্সিলারেশন ও ব্রেকিং করতে হয়। সুপার ফাস্ট ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজ কম হলেও বগির সংখ্যা বেশি। রেলের তথ্য অনুযায়ী ১২ টি কোচ ওয়ালা প্যাসেঞ্জার ট্রেন ১ কিলোমিটার যায় ৬ লিটার ডিজেলে। ১২ টি কোচ ওয়ালা এক্সপ্রেস ট্রেন ১ কিলোমিটার যায় ৪ থেকে সাড়ে ৪ লিটার ডিজেলে। ২৪ বগি ওয়ালা এক্সপ্রেস ট্রেন ১ কিমি যেতে পোড়ে ৬ লিটার জ্বালানি। ২৪ বগি ওয়ালা প্যাসেঞ্জার ট্রেন ১ লিটার ডিজেলে যায় মাত্র ১৬৭ মিটার। সুপারফাস্ট ও এক্সপ্রেস ট্রেনের তুলনায় প্যাসেঞ্জার ট্রেন চালাতে রেলের খরচ বেশি। ভারতীয় রেলের তেল খরচের নিরিখে এক্সপ্রেস ট্রেন অপেক্ষাকৃত সস্তার।
Latest Videos