Manteswar BJP TMC: বিজেপির সভায় তৃণমূল প্রধান!
গত ২২শে মে মন্তেশ্বর বিধানসভার মালডাঙ্গা অঞ্চলে একটি সভাকক্ষে বিজেপি দলের একটি সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সংসদ এস এস আলুয়ালিয়া। সাংগঠনিক সভা চলাকালীন আচমকা সভায় হাজির হন মন্তেশ্বর বাঘাসন অঞ্চলের তৃণমূল দলের প্রধান ছন্দা রায় ও পঞ্চায়েতের এক আধিকারিক
বিজেপির সাংসদ আলুয়ালিয়ার সঙ্গে তৃনমূল পঞ্চায়েত প্রধানের ছবি তোলার ভিডিও ভাইরাল।উঠছে প্রশ্ন,শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এলাকার উন্নয়নের কারনে এই সৌজন্য সাক্ষাৎ দাবী করা হলেও ভিডিও ভাইরাল হতেই পঞ্চায়েত ভোটের আগে জোর চর্চা পূর্ব বর্ধমান জেলা জুড়ে।বিজেপি দলের বক্তব্য,তৃনমূল দলের অনেক পঞ্চায়েত প্রধান উপ প্রধান ও নেতারা বিজেপি দলের সঙ্গে যোগাযোগ রাখছে।তবে প্রধানের সঙ্গে আমাদের সাংসদের সাক্ষাৎ এলাকার উন্নয়ন নিয়ে।তাছাড়া দুজনের মধ্যে পারিবারিক যোগাযোগ রয়েছে।তৃনমূল প্রধানেরও সাফ বক্তব্য এলাকার উন্নয়ন নিয়েই সাংসদের সঙ্গে সাক্ষাৎ,দল বদলানোর কোন প্রশ্নই নেই।তবে তৃনমূল জেলা নেতৃত্ব বিজেপি সাংসদের সঙ্গে প্রধানের এই সাক্ষাৎ কেন তা খতিয়ে দেখবে বলে জানান হয়েছে।
গত ২২শে মে মন্তেশ্বর বিধানসভার মালডাঙ্গা অঞ্চলে একটি সভাকক্ষে বিজেপি দলের একটি সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সংসদ এস এস আলুয়ালিয়া। সাংগঠনিক সভা চলাকালীন আচমকা সভায় হাজির হন মন্তেশ্বর বাঘাসন অঞ্চলের তৃণমূল দলের প্রধান ছন্দা রায় ও পঞ্চায়েতের এক আধিকারিক।একান্তে আলুয়ালিয়ার সঙ্গে কয়েক মিনিট কথা হয় প্রধানের।যাবার আগে বিজেপি সাংসদ আলুয়ালিয়ার সঙ্গে পাশে দাঁড়িয়ে ছবিও তোলেন তৃনমূল পঞ্চায়েত প্রধান ছন্দা রায়।পাশাপাশি দাঁড়িয়ে সেই ছবি তোলার মুহুত্বের ছবি ও ভিডিও ভাইরাল হয়।যা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।