Panchayat Elections 2023: শীর্ষনেতায় বিরক্ত, বোর্ডের আগেই দলবদল!

Panchayat Elections 2023: শীর্ষনেতায় বিরক্ত, বোর্ডের আগেই দলবদল!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 10, 2023 | 4:14 PM

দলের শীর্ষনেতাদের কর্মকান্ডে বিরক্ত হয়ে পঞ্চায়েত বোর্ড গঠনের কয়েক ঘন্টা আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল খানাকুলের অরুন্ডা পঞ্চায়েতের তৃণমূলের টিকিটে জেতা তিন সদস্য।

দলের শীর্ষনেতাদের কর্মকান্ডে বিরক্ত হয়ে পঞ্চায়েত বোর্ড গঠনের কয়েক ঘন্টা আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল খানাকুলের অরুন্ডা পঞ্চায়েতের তৃণমূলের টিকিটে জেতা তিন সদস্য। আর এই ঘটনায় পঞ্চায়েত বোর্ড গঠন করতে চলেছে বিজেপি। এদিন পুরশুড়া বিধানসভার বিজেপি বিধায়ক তথা বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষের হাত ধরে তৃনমুল ছেড়ে বিজেপিতে যোগদান করেন অরুন্ডা পঞ্চায়েত থেকে এবারে তৃণমূল এর টিকিটে জয়ী প্রার্থী দেবাশিষ সিং,বিকাশ দাস ও অসীমা কারক। যোগদানের পর তাদের দাবী,তৃণমূল এর শীর্ষনেতারা দুর্নীতে যুক্ত,নিচুতলার কর্মীদের মধ্যে লড়াই লাগিয়ে বিদেশে ঘুরছেন নেতারা। পাশাপাশি পঞ্চায়েত ভোটে টাকার বিনিময়ে পদ দেওয়া হচ্ছে। তাই দলের প্রতি বিরক্ত হয়েই বিজেপিতে যোগদিয়েছেন তারা। উলেক্ষ,অরুন্ডা পঞ্চায়েতে ২৩টি আসনের মধ্যে তৃণমূল ১৪টি পায়,বিজেপি পায় ৯টি। এই যোগদানের ফলে বিজেপি ৯থেকে বেড়ে ১২টি আসন দখল করল অপরদিকে তৃণমূল ১৪থেকে কমে ১১টি আসন দখলে রাখায় অরুন্ডা পঞ্চায়েত বিজেপি দখল করতে চলেছে।

Published on: Aug 10, 2023 04:09 PM