Jadavpur University Student Death: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রহস্যমৃত্যু !
আজ ভোর সাড়ে চারটে সময় মৃত্যু হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের BA স্নাতক শ্রেণীর ছাত্র সপ্নদীপ কুণ্ডুর। গতকাল বিশ্ববিদ্যালয়ের হস্টেলের চার তলা থেকে পড়ে যায় সে।
আজ ভোর সাড়ে চারটে সময় মৃত্যু হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের BA স্নাতক শ্রেণীর ছাত্র সপ্নদীপ কুণ্ডুর। গতকাল বিশ্ববিদ্যালয়ের হস্টেলের চার তলা থেকে পড়ে যায় সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর সপ্নদীপের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। যাদবপুর থানার তরফ থেকে সতপ্রনদিত মামলা দায়ের করা হয়েছে। তার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। মাত্র দুদিন পড়তে আসা ছাত্রের সাথে কি এমন ঘটনা ঘটল, এই মৃত্যুর পিছনে কি কোনো ফাউল প্লে আছে? সবটাই নিভর করবে সপ্ন দীপের ময়না তদন্তের রিপোর্টার উপরে। তবে বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের একাংশের অভিযোগ এই ঘটনা রাগিংয়ের ঘটনা হতে পারে। তবে সবটা নিয়েই তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ।
Latest Videos